Tech Hacks: পুরনো আইফোন কীভাবে অনেকদিন পর্যন্ত ভাল থাকবে? রইল কিছু সহজ টিপস
আইফোন পুরনো হলে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে কিছু সমস্যা সহজেই সমাধান করা যায়। তার জন্য কিছু সহজ কৌশল জেনে নিতে হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনতুন আইফোন লঞ্চ করার সময় নতুন ফিচারের সঙ্গে সঙ্গে সফটওয়্যার আপডেটও যুক্ত করে অ্যাপেল কর্তৃপক্ষ। একটি আইফোনে অন্তত চারটি বড় iOS আপডেট যুক্ত হয়।
সফটওয়্যার আপডেট হলে আইফোন আরও বেশি সুরক্ষিত হয় এবং up-to-date থাকে। তাই আপনার কাছে যে আইফোন রয়েছে সেখানে লেটেস্ট সফটওয়্যার আপডেট থাকা প্রয়োজন।
সফটওয়্যার আপডেট করার আগে দেখে নেবেন ফোনে যেন ৬০ শতাংশ ব্যাটারি থাকে এবং ভাল ইন্টারনেট কানেকশন থাকে। পুরনো আইফোন অনেকদিন পর্যন্ত ভাল রাখার এটি অন্যতম ট্রিকস।
Go to Settings > General > Software Update- এই পদ্ধতিতে কাজ করলে খুব সহজেই নিজের আইফোনে লেটেস্ট iOS ভার্সান ইনস্টল করতে পারবেন আপনি। তার ফলে আপনার আইফোন পুরনো মডেল হলেও নতুনের মতোই সুরক্ষিত থাকবে।
আইফোনের বয়স হয়েছে। আর আগের মতো কাজ করছে না। এক্ষেত্রে নতুন আইফোন কেনাই একমাত্র সমাধান নয়। আপনি চাইলে নতুন আইফোন কেনার পরিবর্তে ব্যাটারি পরিবর্তন করতে পারেন।
এক্ষেত্রে আপনার খরচ তুলনায় অনেকটাই কম হবে। অ্যাপেলের সার্ভিস সেন্টার থেকে আইফোনের ব্যাটারি পরিবর্তন করবেন। অন্য কোথাও থেকে আইফোনের ব্যাটারি পরিবর্তন না করাই ভাল।
যদি আপনার আইফোনে স্টোরেজ পুরোপুরি ভর্তি হয়ে যায় এবং ফোন খুবই ধীর গতিতে কাজ করে তাহলে এই সমস্যার থেকে সহজে রেহাই পাওয়ার উপায় হলো ফোন রিসেট করা।
বছরে অন্তত একবার আইফোন রিসেট করুন। মূলত আইফোন রিসেট করলে যাবতীয় cache এবং temp files ফোন থেকে ডিলিট হয়ে যাবে। ফোন দ্রুত গতিতে কাজ করবে।
উপরে উল্লিখিত কৌশলগুলি মেনে চললেই আপনার পুরনো আইফোন মডেলও নতুনের মতোই কাজ করবে এবং অনেকদিন টিকে থাকবে। ছবি সূত্র- পিক্সেলস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -