Tech Tips: বাড়িতে এসি চালিয়েও কীভাবে কমাবেন ইলেকট্রিসিটি বিল? জেনে নিন সহজ কিছু টিপস
Reduce Electricity Bill: বাড়িতে এসি চালিয়েও কীভাবে ইলেকট্রিসিটি বিল কম রাখা যায়, সেই সহজ টিপসগুলো জেনে নিন।
প্রতীকী ছবি
1/10
দিনদিন গরম যেভাবে বাড়ছে তাতে সত্যিই এয়ার কন্ডিশনার বা এসি ছাড়া টেকা দায়। অত্যধিক তাপমাত্রা, সঙ্গে দোসর অতিরিক্ত আর্দ্রতা, সব মিলিয়ে পরিবেশ একদম অসহনীয়।
2/10
গরমের হাত থেকে বাঁচতে তাই আজকাল অনেকেই চেষ্টা করেন বাড়িতে এয়ার কন্ডিশনার বা এসি লাগিয়ে নেওয়ার।
3/10
কিন্তু বাড়িতে এসি মানেই চড়চড় করে বাড়বে ইলেকট্রিকের বিল। বাড়িতে থাকা ফ্যান, আলো, ফ্রিজ ও অন্যান্য ইলেকট্রনিক্স জিনিসের সঙ্গে এসি- র নাম জুড়ে গেলেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে ইলেকট্রিক বিলের পরিমাণ।
4/10
একদিকে অসহ্য গরম, অন্যদিকে এসি- র চড়া বিল, সব মিলিয়ে আমআদমির একেবারে বেহাল দশা। তবে এই সমস্যার সমাধান রয়েছে।
5/10
বাড়িতে এসি লাগানোর পরেও কীভাবে ইলেকট্রিসিটি বিল নিয়ন্ত্রণে রাখবেন, অর্থাৎ মাসের শেষে লাগামছাড়া ইলেকট্রিসিটি বিল আসবে না সেই টিপসগুলো জেনে নিন। কীভাবে এই মুশকিল আসান হবে দেখুন।
6/10
এসি বা এয়ার কন্ডিশনারের সঠিক তাপমাত্রা সেট করা প্রয়োজন। এর মাধ্যমে ইলেকট্রিক বিল নিয়ন্ত্রণে রাখা সম্ভব। Bureau of Energy Efficiency- এর মতে মানুষের শরীরে র জন্য ২৪ ডিগ্রি এসি-র টেম্পারেচার আদর্শ।
7/10
এসি ব্যবহার না করলে অবশ্যই পাওয়ার বাটন বন্ধ করুন। অনেকেই শুধু রিমোট দিয়ে এসি বন্ধ করে ছেড়ে দেন। এভাবে এসি অফ করে লাভ নেই। পাওয়ার বাটন অফ করলে তবেই ইলেকট্রিসিটি বিল কমানো সম্ভব।
8/10
যেকোনও ইলেকট্রনিক্স জিনিসেরই যত্ন প্রয়োজন। নির্দিষ্ট সময়ান্তরে দেখভালেরও দরকার হয়। তাই এসি সার্ভিসিং করানোর ব্যাপারেও নজর দিতে হবে।
9/10
এয়ার কন্ডিশনার ব্যবহারের সময় টাইমার অন করুন। এর ফলে নির্দিষ্ট সময় পরে এসি বন্ধ হয়ে যাবে। তার ফলে অতিরিক্ত ব্যবহার হবে না এবং ইলেকট্রিসিটি বিলও কম হবে।
10/10
এসি চালানোর সময় খেয়াল রাখুন যাতে ভালভাবে সেই ঘরের দরজা, জানলা বন্ধ থাকে। নাহলে ঘর ঠাণ্ডা হতে অনেক সময় লাগবে। তার ফলে বেশিক্ষণ এসি চলবে এবং ইলেকট্রিকের বিলও বেশি আসবে।
Published at : 06 Aug 2022 12:02 PM (IST)