Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Tech Tips: বারবার খারাপ হচ্ছে ইয়ারফোন? মেনে চলুন এগুলো
অফিসের কাজ থেকে একা বসে সিনেমা-সিরিজ দেখা। ঘণ্টার পর ঘণ্টা ফোনে গল্প করা হোক বা বাড়ি ফেরার সময় গান শোনা। সব সময়েই আমাদের সঙ্গী ইয়ারফোন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিভিন্ন মাপের এবং বিভিন্ন ধরনের ইয়ারফোন, হেডফোন রয়েছে। নামও বিভিন্ন রকম। কোনওটার নাম ইয়ারপডস আবার কোনওটা হেডফোন। কোনওটায় তার আছে। কোনওটা আবার চলে ব্লুটুথে।
কিন্তু অতি ব্যবহৃত এই গ্যাজেটের খেয়াল হয়তো আমরা কম রাখি। সেই কারণেই অনেকেই এটি নিয়ে সমস্যা ভোগেন। দ্রুত খারাপ হয়ে যাওয়া। আওয়াজ কমে যাওয়া। বা একদিনের ইয়ারফোনে শুনতে না পাওয়া। এরকম হাজারটা সমস্যা দেখা যায়। কিন্তু সামান্য কিছু দিকে খেয়াল রাখলেই সহজে ভাল রাখা যায় নিত্যদিনের এই সঙ্গীকে।
নিয়ম করে সাফ করতে হবে ইয়ারবাডস। ভিজে কাপড় বা টিস্যু পেপার দিয়ে মুছতে হবে ভাল করে। তারপর একটা সরু কাঠি জলে ভিজিয়ে ইয়ারবাডসের জায়গায় লেগে থাকা ময়লা পরিষ্কার করতে হবে। জমে থাকা ধুলোর কারণেই মূলত নষ্ট হয় এটি।
কোনও একটি বাক্সে রাখা উচিত ইয়ারফোন। পকেটে নিয়ে ঘুরলে বা ব্যাগের এক কোণায় ফেলে রাখলে অন্য জিনিসের চাপে, গরমে-ঘামে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটি বাক্সে রাখলে, তারে টান পড়ের সম্ভাবনা থাকে না। ধুলো-ময়লাও কম জমে।
কাজ হয়ে গেলে, মোবাইল থেকে খুলে রাখতে হবে ইয়ারফোন। যেগুলো তারের ইয়ারফোন। সেগুলো ব্যবহারের সময় অনেকসময়েই দীর্ঘক্ষণ ধরে মোবাইলে লাগানো থাকে। অনেকসময় তার পেঁচিয়ে গেলে বা টান পড়লে ভিতরের তামার তার ছিঁড়ে ইয়ারফোন নষ্ট হয়ে যেতে পারে।
অনেক সময় তারের হেডফোন খোলর সময় তার ধরে টান মারা হয়। তাড়াহুড়োর সময়েও অনেকে তার ধরে টান দিয়ে হেডফোন খোলেন। এটি একেবারেই করা উচিত নয়। তার ধরে টান দিলে হেডফোন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সবসময় প্লাগ ধরে টেনে খোলা উচিত।
ব্লুটুথ হেডফোনে চার্জ দিতে হয়। ওই ধরনের ইয়ারফোন যেন জলে না ভেজে তা খেয়াল রাখতে হবে। ওয়াটার রেসিস্ট্যান্ট হলেও অনেকসময় জল ঢুকে খারাপ হয়ে যেতে পারে এই ধরনের ওয়ারলেস হেডফোন।
উঁচু ভলিউমে গান বাজানো উচিত নয়। স্বাস্থ্যের কথা ভেবে কান বাঁচানোর জন্য তো বটেই। তার সঙ্গে হেডফোন ভাল রাখার জন্যও ভলিউম কম রাখা প্রয়োজন। কারণ অতিরিক্ত উঁচু আওয়াজে গান চললে, হেডফোনের স্পিকার ফেটে যেতে পারে।
ঘুমনোর সময়েই হেডফোন কানে দিয়ে না ঘুমনোই ভাল। এছাড়া খুব প্রয়োজন না হলে হেডফোন বা ইয়ারবাডস বেশি জনের সঙ্গে শেয়ার করা উচিত নয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -