Smartwatches: অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে ৫০০০ টাকার কমে কোন কোন স্মার্টওয়াচ কেনা যাবে?
স্মার্টওয়াচ এখন আমাদের অনেকেরই নিত্যসঙ্গী। জিমে যাওয়া হোক কিংবা স্কুল-কলেজ অথবা অফিস, স্মার্টওয়াচই পছন্দ তরুণ প্রজন্মের। ভারতে একাধিক কোম্পানি তাদের স্মার্টওয়াচের মডেল লঞ্চ করেছে ইতিমধ্যেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল আজ ১৮ জানুয়ারি শেষ হচ্ছে। অ্যামাজন থেকে আপনি ৫০০০ টাকার কমে কোন কোন স্মার্টওয়াচ কিনতে পারবেন একনজরে দেখে নিন তালিকা।
নয়েজ কালারফিট আলট্রা ৩- এই স্মার্টওয়াচ অ্যামাজনের সেল থেকে কেনা যাবে ২৪৯৯ টাকায়। এখানে রয়েছে ১.৯৬ ইঞ্চির AMOLED ডিসপ্লে। একবার পুরো চার্জ দিলে ৭ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে। পুরো চার্জ দিতে ২ ঘণ্টা সময় লাগবে।
নয়েজের এই স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ কলিং ফিচারের সাপোর্ট। এছাড়াও অলওয়েজ অন ডিসপ্লে ফিচারের সুবিধা পাবেন এখানে। নয়েজের এই স্মার্টওয়াচে রয়েছে একটি ফাংশনাল ক্রাউন। আর রয়েছে MEMS মাইক্রোফোন।
Fastrack Limitless FS1- এই স্মার্টওয়াচ অ্যামাজন থেকে কেনা যাবে ১৭৯৯ টাকায়। এখানে রয়েছে ১.৯৫ ইঞ্চির horizon curve ডিসপ্লে। এছাড়াও রয়েছে SingleSync Bluetooth কলিং ফিচারের সাপোর্ট। ব্লুটুথ ভি ৫.৩ সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে।
Fastrack Limitless FS1- এই স্মার্টওয়াচে একবার চার্জ দিলে ৫ দি পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে। এখানে ইন-বিল্ট অ্যালেক্সার সাপোর্ট রয়েছে। এই স্মার্টওয়াচে অ্যালার্ম দেওয়ার সুবিধা পাবেন ইউজাররা। ১৫০-র বেশি ওয়াচ ফেসের সুবিধা পাওয়া যাবে এখানে।
Fire-Boltt Visionary- অ্যামাজনের সেল থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে ২১৯৯ টাকায়। এখানে রয়েছে ১.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে। অলয়েজ অন ফিচারের সাপোর্টও থাকছে এই স্মার্টওয়াচে। অ্যান্ড্রয়েড এবং আইওএস- দু'ধরনের ডিভাইসের সঙ্গেই এই স্মার্টওয়াচ সংযুক্ত করা সম্ভব।
Fire-Boltt Visionary- এই স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ কলিং ফিচারের সাপোর্ট। এই ফিচার চালু থাকলে ব্যাটারি লাইফ বজায় থাকবে ২ দিন পর্যন্ত, আর ফিচার চালু না থাকলে প্রায় ৫ দিন পর্যন্ত চালু থাকবে স্মার্টওয়াচ।
boAt Ultima Chronos- এই স্মার্টওয়াচ অ্যামাজনের সেল থেকে কেনা যাবে ১৯৯৯ টাকায়। এখানে রয়েছে ১.৯৬ ইঞ্চির AMOLED ডিসপ্লে। এছাড়াও রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারের সাপড়্রট। ব্লুটুথ কলিং ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে।
আজই শেষ হতে চলেছে অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল। অ্যামাজনের প্রাইম সদস্যদের জন্য এই সেল শুরু হয়েছিল ১৩ জানুয়ারি রাত ১২টার পর। আর বাকি ইউজারদের জন্য শুরু হয়েছিল ১৪ জানুয়ারি থেকে। আজ ১৮ জানুয়ারি অ্যামাজনের এই সেল শেষ হতে চলেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -