Phone Usage: এই ৫ অভ্যাস থাকলেই দ্রুত খারাপ হবে আপনার ফোন, খেয়াল করেছেন ?

এমন বহু মানুষ আছেন যারা এক মুহূর্তের জন্যও ফোন ছাড়া থাকতে পারেন না। ফনের প্রয়োজনীয়তা এত বেড়ে গিয়েছে ক্রমে ক্রমে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
দীর্ঘক্ষণ যাবৎ ফোন ব্যবহার করা যাদের কাছে জরুরি, তারা কিছু কিছু ভুল এড়িয়ে চললে অনেক বেশিদিন ফোনের আয়ু থাকবে।

ফোন চার্জ দেওয়ার জন্য সস্তার চার্জিং কেবল ব্যবহার না করাই উচিত। এক্ষেত্রে ফোনের ব্যাটারির উপরে খারাপ প্রভাব পড়ে।
ব্যাটারি পুরো শেষ হওয়ার পরে চার্জ দেওয়ার অভ্যাস খুবই ক্ষতি করে স্মার্টফোনে। ফোনের ব্যাটারি ৩০ শতাংশ থাকতে থাকতেই চার্জ দেওয়া দরকার।
ফোনের কভার ব্যবহার করা খুবই উপকারি। ফোন ভুল করে আপনার হাত থেকে পড়ে গেলেও কভারের কারণে ফোনের ক্ষতি হবে না।
সময়মত ফোনের সফটওয়্যার আপডেট করতে থাকুন। আপডেট না করলে অনেক সময় বেশ কিছু বাগস ঢুকে যায়।
সবথেকে বেশি সমস্যা করে ফোনে জল লেগে যাওয়া। আন্ডারওয়াটার সেলফি তোলা এখন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে।
এই কাজ করার সময় ফোন ওয়াটারপ্রুফ কিনা তা দেখে নিতে হবে আগে। তবে বেশিক্ষণ জলে রাখলে ফোনে সমস্যা বাড়তে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -