WhatsApp Features: হোয়াটসঅ্যাপের চ্যানেলে নতুন ফিচারের রোল আউট শুরু, অ্যাপেও আসছে নয়া সুবিধা
হোয়াটসঅ্যাপে পাস-কি ফিচার (WhatsApp New Feature) চালু হবে একথা আগেই জানিয়েছিল কর্তৃপক্ষ। এবার এই ফিচারের রোল আউট শুরু হয়েছে অ্যান্ড্রয়েড (Android) ইউজারদের জন্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশ্বের সব প্রান্তেই হোয়াটসঅ্যাপে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য পাস-কি ফিচারের রোল আউট শুরু হয়েছে। তবে সব ইউজার একসঙ্গে এই ফিচারের সুবিধা পাবেন না। বরং ধাপে ধাপে ইউজারদের অ্যাপে যুক্ত হবে এই ফিচার।
হোয়াটসঅ্যাপ পাস-কি ফিচারের সাহায্যে ইউজাররা পাসওয়ার্ড ছাড়া লগ-ইন করতে পারবেন অ্যাপে। এক্ষেত্রে ইউজাররা লগ-ইনের জন্য ব্যবহার করতে পারবেন বায়োমেট্রিকস, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট, ফেস রেকগনিশন বা একটি পিন নম্বর।
চলতি মাসের শুরুর দিকেই এই ফিচারের কথা ঘোষণা করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এবার রোল আউট শুরু হয়েছে এই ফিচারের। অনুমান অ্যান্ড্রয়েডের মতোই আইওএস ভার্সানেও এই ফিচারের রোল আউট দ্রুত শুরু হবে। তবে তার নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখন জানা যায়নি।
শুধু হোয়াটসঅ্যাপ সংস্থা নয়, গুগলের মতো সংস্থাও এই পাস-কি ফিচারের ব্যবহার করছে। মূলত পাসওয়ার্ড মুক্ত ভবিষ্যতের কারণেই এই ফিচার চালু হয়েছে বিভিন্ন মাধ্যমে। একাধিক অ্যাপে পাসওয়ার্ড দেওয়া এবং তা মনে রাখা বেশ ঝক্কির বিষয়।
পাস-কি বলতে আসলে বোঝায় নতুন স্ট্যান্ডার্ড অথেনটিফিকেশন যেখানে বায়োমেট্রিক তথ্য ব্যবহার করা হয় অ্যাপে লগ-ইন বা সাইন-ইনের জন্য। পাসওয়ার্ডের প্রয়োজন হয় না। ইউজারদের জন্য পরিষেবা অনেক সুবিধাজনক বলেও মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
যদি এখনও আপনার হোয়াটসঅ্যাপে এই ফিচার যুক্ত না হয় তাহলে চিন্তার কোনও কারণ নেই। খুব তাড়াতাড়িই এই পাস-কি তৈরি করার পরিষেবা আপনি পাবেন বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা।
হোয়াটসঅ্যাপ চ্যানেলে নতুন মেসেজ রিঅ্যাকশন ফিল্টারিং (Message Reaction Filtering) ফিচার চালু হয়েছে। এই ফিচারের সাহায্যে কী কী সুবিধা পাওয়া যাবে জেনে নেওয়া যাক।
হোয়াটসঅ্যাপের চ্যানেলে এই ফিচার চালু হওয়ার ফলে অ্যাডমিনরা আরও সহজে দেখতে পাবেন তাঁদের কনট্যাক্ট লিস্টে থাকা কারা তাঁদের চ্যানেলের আপডেটে রিঅ্যাক্ট করছেন।
গুগল প্লে স্টোরে রয়েছে হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২৩.২৩.৩ ভার্সান। এই আপডেটেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের নতুন মেসেজ রিঅ্যাকশন ফিল্টারিং ফিচার দেখা গিয়েছে। ধীরে ধীরে সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যানেলের অ্যাডমিনরাই এই পরিষেবার সুবিধা পাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -