Whatsapp Feature: হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে 'ভিডিও মেসেজ', কারা পাবেন সুবিধা?
ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপে প্রায়ই চালু হয় নিত্যনতুন ফিচার। এবার আইওএস ভার্সানে একটি ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের আইওএস ভার্সানের ইউজাররা ভিডিও মেসেজ শেয়ার করতে পারবেন। ৬০ সেকেন্ড পর্যন্ত ভিডিও শেয়ার করা যাবে।
আপাতত হোয়াটসঅ্যাপ সংস্থা তাদের আইওএস ইউজারদের জন্য নতুন এই ভিডিও মেসেজ শেয়ারিং ফিচার নিয়ে কাজকর্ম করছে। ইউজাররা নিজেদের কনট্যাক্ট লিস্টে থাকা শর্ট ভিডিও মেসেজ পাঠাতে পারবেন এই নতুন ফিচার চালু হয়ে গেলে।
WAbetainfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ সংস্থা এই নতুন ভিডিও মেসেজ ফিচার নিয়ে শেষ পর্যায়ের কাজকর্ম চালাচ্ছে। এই ফিচারের সাহায্যে খুব সহজেই ভিডিও মেসেজ পাঠানো যাবে।
চ্যাট বক্সের মাইক আইকনে ক্লিক করে যেভাবে অ্যান্ড্রয়েড ভার্সানে হোয়াটসঅ্যাপে ভয়েস নোট পাঠানো হয়, এখানেও বিষয়টা তেমনই। তবে এখানে ক্যামেরা বাটনে ক্লিক করে এই শর্ট ভিডিও পাঠানো যাবে।
হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী সংস্থা টেলিগ্রামেও রয়েছে এই ভিডিও নোট শেয়ার করার ফিচার।
উইন্ডোজ ভার্সানে ব্যবহার হওয়া হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপে বেশ কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে। হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপের সাম্প্রতিক ভার্সান দ্রুত গতিতে লোড হবে বলে শোনা গিয়েছে।
এছাড়াও এই ভার্সানে গ্রুপ অডিও এবং ভিডিও কলের (Group Video or Audio Call) ক্ষেত্রেও বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাবে এই আপডেটে।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে উইন্ডোজ ভার্সানের হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপে ইউজাররা এখন আগের তুলনায় বেশি সংখ্যক মানুষকে গ্রুপ কলে যুক্ত করতে পারবেন।
এছাড়াও এই মাধ্যমে যুক্ত হয়েছে মাল্টি ডিভাইস কেপেবিলিটি। অর্থাৎ একসঙ্গে অনেক ডিভাইস যুক্ত করার সুবিধা। সেক্ষেত্রে দ্রুত গতিতে ডিভাইস লিঙ্কিং এবং বিভিন্ন ডিভাইসের মধ্যে সিঙ্কিং বা যোগসূত্র ঠিক রাখা আগের থেকে ভাল হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -