Phone Cooling Tips: গরমে হ্যাং আর স্লো হয়ে যায় বারবার, ফোনকে সুস্থ রাখুন ১০ উপায়ে
গরমকালে অনেকের ফোন স্লো হয়ে যায়। কারণ অতিরিক্ত গরম বা ওভারহিট হয়ে যায় ফোনের প্রসেসর। ফোন ঠিক রাখতে কয়েকটি টিপস মানলেই হবে।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফোনকে সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখুন। তুলনায় ঠান্ডা কিন্তু শুষ্ক জায়গায় ফোন রাখুন।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
অতিরিক্ত অ্যাপ ব্যবহার করলে সমস্যা হতে পারে। তাই বুঝে শুনে অ্যাপ ব্যবহার করুন।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ চলতে থাকে। যার ফলে ফোন গরম হয়ে যায়। তাই ব্যাকগ্রাউন্ড ডেটা রেস্ট্রিক্ট করে দিন।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
ফোন আপ টু ডেট রাখা জরুরি। নিয়মিত সেটা করুন।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
কিছুক্ষণ ফোন বন্ধ রাখতে পারেন। এতে ফোনটা ভাল থাকবে।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
ব্যাটারি সেভিং মোডে রাখুন ফোন। এতে বেশি গরম হবে না ফোন।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
চার্জ দেওয়ার সময় ফোন আরও গরম হয়ে যায়। তাই রাতের দিকে চার্জ দিন।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
ফ্যানের সামনে ফোন কিছুক্ষণ রাখতে পারেন। এতে প্রসেসর ঠান্ডা হয়ে যাবে।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
দিনের যে সময়টা বেশি গরম, সেই সময় ফোনের কাজ যতটা সম্ভব কম করুন।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -