Smartphone Heating Problems: গরমের মরশুমে আচমকাই গরম হয়ে যাচ্ছে আপনার স্মার্টফোন ? কীভাবে ভাল রাখবেন ডিভাইস ?
সরাসরি সূর্যালোক আসে এরকম জায়গায় কিংবা রোদের মধ্যে ফোন রেখে দেবেন না। এর প্রভাবে ফোন গরম হয়ে যেতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগরমকালে যেহেতু আশপাশের তাপমাত্রা বেশিই থাকে তাই যাঁরা ফোন নিয়ে বাইরে বেরিয়েছিলেন তাঁরা বাড়ি ফিরে কিছু সময় ফোনের ব্যবহার বন্ধ রাখুন।
সরাসরি সূর্যালোকে বা রোদের মধ্যে ফোন রাখলে তা ডিভাইসের ভিতরের তাপমাত্রা বাড়িয়ে দেয়।
ফোনের স্ক্রিনের ব্রাইটনেস বা উজ্জ্বলতা কমিয়ে রাখুন। ব্রাইটনেস বাড়িয়ে রাখলে ফোন দ্রুত গরম হতে পারে।
ফোনের ডিসপ্লের ব্রাইটনেস কমিয়ে রাখলে ফোনের ব্যাটারিতে চার্জ থাকবে অনেক্ষণ। এছাড়াও চোখের ক্ষতিকারক প্রভাব পড়েনি।
ফোনে যে অ্যাপ ব্যবহার করছেন না সেগুলি বন্ধ রাখুন। একগুচ্ছ অ্যাপ খুলে রাখলে ফোনের ইন্টারনাল টেম্পারেচার বাড়তে পারে। অর্থাৎ তাপমাত্রা বেড়ে ফোন গরম হয়ে যাবে।
যদি বুঝতে পারেন ফোন গরম হয়ে যাচ্ছে তাহলে তাড়াতাড়ি ফোনের কভার, ব্যাক কভার এগুলি খুলে ফোন রেখে দিন। এর ফলে ফোনের তাপমাত্রা কমে ডিভাইস ঠান্ডা হয়ে যাবে।
ফোন চার্জে দেওয়ার সময় অতি অবশ্যই শক্ত কোনও জায়গায় রেখে চার্জ দিন। নাহলে ফোন দ্রুত গরম হয়ে যাবে।
ফোন ক্রমাগত গরম হতে থাকলে সেই স্ময় কোনওভাবেই ফোনে গেম খেলা, গান শোনা, ভিডিও দেখা, চার্জ দেওয়া এইসব কাজ করতে যাবেন না।
মাঝে মাঝেই যদি দেখেন ফোন বিশেষ করে ফোনের ব্যাক প্যানেলে গরম হয়ে যাচ্ছে তাহলে অতি অবশ্যই একবার দোকানে দেখিয়ে নেওয়া জরুরি। নাহলে ফোন ফেটে যেতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -