Whatsapp Features: হোয়াটসঅ্যাপে কীভাবে 'লক' করে রাখবেন চ্যাট? জেনে নিন সহজ পদ্ধতি
Whatsapp Chat Lock: যে চ্যাট আপনি লক করে রাখছেন সেখানে মেসেজ এলেও সেই নোটিফিকেশন ফোনের স্ক্রিনে দেখা যাবে না।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10
ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপে চালু হয়ে গিয়েছে চ্যাট লক ফিচার। অন্যদিকে বিটা ভার্সানে রোল আউট শুরু হয়েছে ভিডিও মেসেজের।
2/10
হোয়াটসঅ্যাপে সমস্ত ইউজারদের জন্য রোল আউট হয়েছে নতুন চ্যাট লক ফিচার। অর্থাৎ এবার থেকে নির্দিষ্ট চ্যাট সেটা পার্সোনাল হোক বা গ্রুপ- লক করে রাখা যাবে।
3/10
হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারের সাহায্যে আরও বাড়ল নিরাপত্তা। অন্য কারও হাতে আপনার ফোন থাকলেও সেই ব্যক্তি লুকিয়ে আপনার চ্যাট পড়তে পারবেন না, যদি আপনি চ্যাট লক করে রাখেন তাহলে।
4/10
এই ফিচার চালু রাখলে নোটিফিকেশনও দেখা যাবে না। অর্থাৎ যে চ্যাট আপনি লক করে রাখছেন সেখানে মেসেজ এলেও সেই নোটিফিকেশন ফোনের স্ক্রিনে দেখা যাবে না।
5/10
ইউজারদের নিরাপত্তায় বরাবরই নজর দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। আর সেই ভিত্তিতেই এবার এই নতুন চ্যাট লক ফিচার চালু করেছে মেটা অধিকৃতি জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ সংস্থা হোয়াটসঅ্যাপ।
6/10
প্রথমে নিজের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলে বেছে নিতে হবে কোন চ্যাট আপনি লক করতে চান। এরপর ওই চ্যাটের প্রোফাইল বিভাগে যেতে হবে আপনাকে।
7/10
স্ক্রল ডাউন করে নীচে নেমে পাবেন চ্যাট লক অপশন। সেখানে ট্যাপ করে এই ফিচার এনাবেল করতে হবে। চ্যাট লক করার ক্ষেত্রে ফোনে রেজিস্টার থাকা আঙুলের ছাপ ব্যবহার করুন।
8/10
কোনও চ্যাট লক করার পর তা দেখা যাবে লকড চ্যাট সেকশনে। আর এই অংশ লক্ষ্য করা যাবে মেন হোয়াটসঅ্যাপ পেজের উপরে। সেখানে ঢুকলে আপনি লকড চ্যাটগুলি দেখতে পাবেন।
9/10
এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে টাইপ করতে ইচ্ছে না করলে অডিও বার্তা পাঠানোর সুবিধা ছিল। এবার নতুন ফিচারের সাহায্যে না লিখে ভিডিও মেসেজ পাঠানোর সুবিধাও পাবেন ইউজাররা।
10/10
হোয়াটসঅ্যাপ বিটার অ্যান্ড্রয়েড এবং আইওএসের লেটেস্ট আপডেটে এই ফিচারের রোল আউট শুরু হয়েছে। সব ইউজারদের জন্য এই ফিচারের রোল আউট শুরু হতে আর বেশি দেরি নেই বলেই মনে করা হচ্ছে।
Published at : 15 Jun 2023 05:33 PM (IST)