Whatsapp Account Banned: মার্চের তুলনায় এপ্রিলে ভারতে দ্বিগুণ সংখ্যক অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ
এপ্রিল মাসে কত সংখ্যক হোয়াটস অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়েছে ভারতে? ইউজারদের নিরাপত্তার নিরিখে এবার কতটা কড়া পদক্ষেপ নিয়েছে সংস্থা? দেখে নেওয়া যাক একনজরে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতি মাসেই ইউজারদের নিরাপত্তার জন্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বিপুল সংখ্যক অ্যাকাউন্ট ব্যান বা নিষিদ্ধ করে। এপ্রিল মাসেও তার অন্যথা হয়নি।
বিশ্বের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের মধ্যে অন্যতম হল হোয়াটসঅ্যাপ। মেটা অধিকৃত এই অ্যাপের মাসে ২ মিলিয়নের বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে বিশ্বজুড়ে।
এই বিপুল সংখ্যক ইউজারদের জন্য বরাবরই তাঁদের নিরাপত্তাকে মান্যতা দেয় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সেই নিরিখেই এপ্রিল মাসেও ৭৪ লক্ষের বেশি ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে।
এই প্রসঙ্গে স্বচ্ছতা বজায় রাখার জন্য User Safety Monthly Report-এ পুরো বিষয়টা প্রকাশ করে হোয়াটসঅ্যাপ সংস্থা। প্রতিমাসেই ইউজারদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ একটি ইউজার সেফটি রিপোর্ট পেশ করে।
মূলত আইটি নিয়ম অনুসারে যেসব ডিজিটাল প্ল্যাটফর্মের ৫০ লক্ষের বেশি ইউজার রয়েছে, তাদের এই রিপোর্ট পেশ করতে হয়। সেখানে বিস্তারিত ভাবে জানাতে হয় কী কী অভিযোগ জমা পড়েছে এবং তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে।
এপ্রিল মাসের ক্ষেত্রেও হোয়াটসঅ্যাপ সংস্থা Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules, 2021- এর Rule 4(1)(d) এবং Rule 3A(7) অনুসারে রিপোর্ট পেশ করেছে।
সেখানে বলা হয়েছে ১ থেকে ৩০ এপ্রিলের মধ্যে ৭৪ লক্ষের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়েছে ভারতে। মোট ৭৪,৫২,৫০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়েছে। এর মধ্যে ২৪,৬৯,৭০০ অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ার আগেই সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাকি অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে অভিযোগ অনুসারে এবং হোয়াটসঅ্যাপের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এপ্রিল মাসে ৪৩৭৭টি অভিযোগ জমা পড়েছে। এর নিরিখে ২৩৪টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
মার্চ মাসের অনুপাতে এপ্রিলে প্রায় দ্বিগুণ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। মার্চ মাসে ৪৭ লক্ষের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -