Whatsapp: জুলাই মাসে ২.৩ মিলিয়নের বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ, কেন এত কড়াকড়ি?
ইউজারদের নিরাপত্তার ব্যাপারে বরাবরই সতর্ক হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ফের একবার সেকথাই প্রমাণ করল বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ সংস্থা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচলতি বছর জুলাই মাসে ভারতে ২.৩ মিলিয়নের বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ। পরিসংখ্যান অনুসারে ব্যান হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সংখ্যা প্রায় ২৪ লক্ষ।
জুন মাসে ২২ লক্ষেরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়েছিল দেশে। জুলাই মাসে তার থেকেও ব্যান হওয়া অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, এই সমস্ত অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে সেইসব অভিযোগের ভিত্তিতে যেগুলি বিভিন্ন ইউজার দায়ের করেছেন।
তবে অ্যাকাউন্ট নিষিদ্ধ করার অর্থ সরাসরি ইউজারদের কোনও ব্যান নোটিস পাঠানো নয়। বরং বিভিন্ন ইউজারদের থেকে পাওয়া অভিযোগ বিশেষজ্ঞদের মাধ্যমে খতিয়ে দেখা হয়েছে যে সেটা কতটা সত্যি এবং বিশ্বাসযোগ্য।
হোয়াটসঅ্যাপের তরফে এর আগেও জানানো হয়েছিল যে ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেইজন্য মাঝে মাঝে এভাবে অ্যাকাউন্ট নিষিদ্ধ বা ব্যান করে হোয়াটসঅ্যাপ সংস্থা। যেসমস্ত অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
যেসব অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে হোয়াটসঅ্যাপ মাধ্যমে সেইসব অ্যাকাউন্টের থেকে আপত্তিকর বা ক্ষতিকর আচরণ করা হয়েছে।
তার জেরেই ২.৩ মিলিয়ন অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে দেশে। হোয়াটসঅ্যাপের prevention and detection- এর মাধ্যমে এই সমস্ত অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। হোয়ায়টসঅ্যাপের Terms of Service অথবা ভারতের আইন উল্লঙ্ঘন করার কারণে এইসব অ্যাকাউন্ট ব্যান হয়েছে।
বর্তমানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেকেই বিভিন্ন ভাবে প্রতারণার শিকার হচ্ছেন। আর তাই ইউজারদের সুরক্ষিত রাখতে কড়া পদক্ষেপ নেয় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তারই আওতায় পরে এই অ্যাকাউন্ট ব্যান করার বিষয়টি।
এর আগেও ভারতে একাধিক বার বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষদ্ধ করা হয়েছে। জুলাই মাসেও সেই ট্রেন্ডই বজায় রেখেছে হোয়াটসঅ্যাপ সংস্থা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -