Whatsapp Account Banned: মার্চ মাসে ভারতে কত অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ?
Whatsapp: মার্চেও ৪৭ লক্ষের বেশি হোয়াটস অ্যাকাউন্ট ব্যান ভারতে।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10
মেটা (Meta) অধিকৃত হোয়াটসঅ্যাপ (Whatsapp) মার্চ মাসেও ৪.৭ মিলিয়নের বেশি অর্থাৎ ৪৭ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট ব্যান (Whatsapp Account Ban) বা নিষিদ্ধ করেছে ভারতে।
2/10
গত মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হয়েছিল, তার তুলনায় মার্চে বেশি সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে।
3/10
প্রসঙ্গত উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে ৪.৫ মিলিয়নের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল ভারতে। তার আগে জানুয়ারি মাসে ২.৯ মিলিয়ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভারতে ব্যান করেছিল কর্তৃপক্ষ।
4/10
গতবছর ডিসেম্বর মাসে ৩.৬ মিলিয়নের বেশি হোয়ায়টসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হয়েছিল ভারতে। এছাড়াও গতবছর নভেম্বর মাসে ভারতে ব্যান বা নিষিদ্ধ হয়েছিল ৩.৭ মিলিয়নের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। ১ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে এইসব হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করা হয়েছিল।
5/10
জানা গিয়েছে, ১ থেকে ৩১ মার্চের মধ্যে ৪৭,২৫,৯০৬ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে ১৬,৫৯,৩৮৫টি অ্যাকাউন্ট কোনও রিপোর্ট জমা পড়ার আগেই সক্রিয় ভাবে নিষিদ্ধ করা হয়েছিল।
6/10
এমনইটাই জানানো হয়েছে হোয়াটসঅ্যাপের মার্চ মাসের ইউজার সেফটি রিপোর্টে। মার্চ মাসে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে ৪৭২০টি রিপোর্ট জমা পড়েছিল।
7/10
এর মধ্যে ৫৮৫টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপের তরফে। মোট রিপোর্টের মধ্যে ৪৩১৬টি ছিল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দেওয়া সংক্রান্ত। এর পাশাপাশি অন্যান্য সমস্যা নিয়েও ছিল রিপোর্ট।
8/10
প্রতিমাসেই ইউজারদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ একটি ইউজার সেফটি রিপোর্ট পেশ করে। মূলত আইটি নিয়ম অনুসারে যেসব ডিজিটাল প্ল্যাটফর্মের ৫০ লক্ষের বেশি ইউজার রয়েছে, তাদের এই রিপোর্ট পেশ করতে হয়।
9/10
সেখানে বিস্তারিত ভাবে জানাতে হয় কী কী অভিযোগ জমা পড়েছে এবং তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার বহু প্রতীক্ষিত Grievance Appellate Committee (GAC) মেকানিজম লঞ্চ করেছে।
10/10
এর মাধ্যমে ইউজাররা সোশ্যাল মিডিয়া মাধ্যমের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন। একটি নতুন পোর্টালে নিজেদের অভিযোগ দায়ের করতে পারবেন ইউজাররা। GAC ইতিমধ্যেই কার্যকর হয়েছে। এটি আসলে একটি online dispute resolution mechanism।
Published at : 02 May 2023 12:54 AM (IST)