WhatsApp Features: ইউজারদের নিরাপত্তা এবং সুবিধায় হোয়াটসঅ্যাপে আসছে একগুচ্ছ নতুন ফিচার, রইল তারই তালিকা
হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করা ছবি এবং ভিডিওতে দেওয়া যাবে রিঅ্যাকশন। ইমোজি ব্যবহার করে রিঅ্যাকশন দিতে পারবেন ইউজাররা। আপাতত চলছে কাজকর্ম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করা ছবি এবং ভিডিও ভাল লাগলে হার্ট ইমোজি দিয়ে রিঅ্যাকশন দিতে পারবেন ইউজাররা। ফেসবুক ও ইনস্টাগ্রাম স্টোরিতে রিঅ্যাকশন দেওয়ার ফিচার আগেই চালু হয়েছে।
এবার ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো ফিচারই আসছে হোয়াটসঅ্যাপে। তবে কবে সব ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপের এই ফিচার চালু হবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি।
হোয়াটসঅ্যাপে অজানা, অচেনা নম্বর থেকে আপনার কাছে মেসেজ এলে এবার কড়া ব্যবস্থা নেবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষই।
জানা গিয়েছে, অজানা এবং অচেনা নম্বর যা আপনার কনট্যাক্ট লিস্টে নেই সেখান থেকে হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ এলে তা সরাসরি ব্লক করে দেবে হোয়াটসঅ্যাপ সংস্থা।
হোয়াটসঅ্যাপে আসা স্প্যাম মেসেজ ব্লক করার এই ফিচার নিয়েও কাজ করছে অ্যাপ কর্তৃপক্ষ। তাই সব ইউজারদের জন্য সব মাধ্যমে হোয়াটসঅ্যাপ সংস্থা কবে এই ফিচার চালু করবে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি।
ইউজারদের সুবিধার্থে বলা ভাল ইউজারদের সময় বাঁচাতে আগামী দিনে হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে দুটো নতুন ফিচার। সেগুলি কী কী দেখে নেওয়া যাক।
ইনস্টাগ্রামে ডবল ট্যাপ করে স্টোরি বা পোস্ট লাইক করা যায়। এবার এই ডবল ট্যাপ রিঅ্যাকশন ফিচার আসছে হোয়াটসঅ্যাপেও। স্টেটাসে রিঅ্যাকশন দেওয়া যাবে ডবল ট্যাপ ফিচারের সাহায্যে।
হোয়াটসঅ্যাপের কমিউনিটি চ্যাটে কোনও ইভেন্ট ক্রিয়েট করা হলে তা কখন শেষ হবে সেটা ঠিক করে আগাম এন্ড টাইম দিয়ে রাখা যাবে। হোয়াটসঅ্যাপের কমিউনিটি চ্যাটের ক্ষেত্রে অ্যাডমিনরা এই ফিচারের সুবিধা পাবেন।
আপাতত এই ফিচার নিয়েও কাজকর্ম চালাচ্ছে হোয়াটসঅ্যাপ সংস্থা। আপাতত বিটা ভার্সানে চলছে পরীক্ষা নিরীক্ষা। আগামী দিনে হোয়াটসঅ্যাপের সব ইউজারদের জন্য সমস্ত ভার্সানে এই ফিচার চালু হবে বলে মনে করা হচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -