Whatsapp Updates: নয়া আপডেট হোয়াটসঅ্যাপে, একবার দেখলেই ডিলিট ছবি, ভিডিও
বিশ্বের মেসেজিং প্রতিযোগীদের সঙ্গে লড়াই জারি রাখতে নয়া আপডেট নিয়ে আসল হোয়াটসঅ্যাপ। এবারের নয়া আপডেটে থাকছে বেশ কিছু পরিবর্তন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্যবহারকারীদের সুরক্ষার দিকটি মাথায় রেখেই এই আপডেট আনা হয়েছে বলে দাবি সংস্থার। তাই বলে একবার দেখলেই ছবি ভিডিও ডিলিট?
হোয়াটসঅ্যাপেও এবার ফটো এবং ভিডিওর ক্ষেত্রে 'অদৃশ্য' ফিচারটি থাকছে। সমস্ত ব্যবহারকারীদের কাছে একটি নতুন 'ভিউ ওয়ান' ফিচার রাখা হচ্ছে।
এই ফিচারে ইউজারদের গোপনীয়তাও রক্ষা করা হবে। সীমিত সংখ্যক বিটা ব্যবহারকারীদের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা এই আপডেট পরীক্ষা করা হয়েছিল।
তবে এবার সব ইউজাররাই এই ফিচার ব্যবহার করতে পারবেন, এমনটাই জানান হয়েছে।
ফোনে স্টোরেজ সমস্যা মেটাতে এবং কিছু তথ্য সুরক্ষিত ও গোপন রাখতেই এই আপডেট।
স্টোরেজ ম্যানেজমেন্টের সমাধানের জন্য এবার অ্যাপে 'disappearing images' অপশনটি রাখতে পারবেন আপনি।
সেক্ষেত্রে ‘View Once’করলে আপনি একবার ছবিটি দেখার পরই তা অদৃশ্য হয়ে যাবে সার্ভার থেকেই।
হোয়াটসঅ্যাপে প্রচুর ছবি ও ভিডিও আসার কারণে ফোনে স্টোরেজ কমতে শুরু করে।
স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম এবং ফেসবুক মেসেঞ্জারের মতোই একই নিয়ম এক্ষেত্রেও। খুব শীঘ্রই এই আপডেট আসতে চলেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -