Whatsapp Updates: নয়া আপডেট হোয়াটসঅ্যাপে, একবার দেখলেই ডিলিট ছবি, ভিডিও
রক্ষার দিকটি মাথায় রেখেই এই আপডেট আনা হয়েছে বলে দাবি সংস্থার
1/10
বিশ্বের মেসেজিং প্রতিযোগীদের সঙ্গে লড়াই জারি রাখতে নয়া আপডেট নিয়ে আসল হোয়াটসঅ্যাপ। এবারের নয়া আপডেটে থাকছে বেশ কিছু পরিবর্তন।
2/10
ব্যবহারকারীদের সুরক্ষার দিকটি মাথায় রেখেই এই আপডেট আনা হয়েছে বলে দাবি সংস্থার। তাই বলে একবার দেখলেই ছবি ভিডিও ডিলিট?
3/10
হোয়াটসঅ্যাপেও এবার ফটো এবং ভিডিওর ক্ষেত্রে 'অদৃশ্য' ফিচারটি থাকছে। সমস্ত ব্যবহারকারীদের কাছে একটি নতুন 'ভিউ ওয়ান' ফিচার রাখা হচ্ছে।
4/10
এই ফিচারে ইউজারদের গোপনীয়তাও রক্ষা করা হবে। সীমিত সংখ্যক বিটা ব্যবহারকারীদের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা এই আপডেট পরীক্ষা করা হয়েছিল।
5/10
তবে এবার সব ইউজাররাই এই ফিচার ব্যবহার করতে পারবেন, এমনটাই জানান হয়েছে।
6/10
ফোনে স্টোরেজ সমস্যা মেটাতে এবং কিছু তথ্য সুরক্ষিত ও গোপন রাখতেই এই আপডেট।
7/10
স্টোরেজ ম্যানেজমেন্টের সমাধানের জন্য এবার অ্যাপে 'disappearing images' অপশনটি রাখতে পারবেন আপনি।
8/10
সেক্ষেত্রে ‘View Once’করলে আপনি একবার ছবিটি দেখার পরই তা অদৃশ্য হয়ে যাবে সার্ভার থেকেই।
9/10
হোয়াটসঅ্যাপে প্রচুর ছবি ও ভিডিও আসার কারণে ফোনে স্টোরেজ কমতে শুরু করে।
10/10
স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম এবং ফেসবুক মেসেঞ্জারের মতোই একই নিয়ম এক্ষেত্রেও। খুব শীঘ্রই এই আপডেট আসতে চলেছে।
Published at : 05 Aug 2021 02:49 PM (IST)