Whatsapp Polls: অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সানে চালু হোয়াটসঅ্যাপের 'পোল' অপশন, কীভাবে ব্যবহার করবেন?
হোয়াটসঅ্যাপে চালু হয়েছে বহু প্রতীক্ষিত পোল অপশন। ইউজাররা এবার থেকে হোয়াটসঅ্যাপে পোল তৈরি করতে পারবেন। ছবি সূত্র- নিজস্ব চিত্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহোয়াটসঅ্যাপের এই ক্রিয়েট পোল অপশন অ্যান্ড্রয়েড এবং আইওএস, দুই ভার্সানেই চালু হয়েছে। ফোনে লেটেস্ট ভার্সানের হোয়াটসঅ্যাপ অ্যাপ থাকলেই এই ফিচার ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা। ছবি সূত্র- নিজস্ব চিত্র।
জানা গিয়েছে, একটি পোলের জন্য ১২টি পর্যন্ত অপশন তৈরি রাখতে পারবেন ইউজাররা। যদি একই অপশন আপনি দু’বার টাইপ করে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপের তরফে আপনার কাছে সতর্কবার্তা আসবে। ছবি সূত্র- নিজস্ব চিত্র।
ব্যক্তিগত চ্যাট হোক বা গ্রুপ চ্যাট যেকোনও অপশনেই পোল তৈরি করা যাবে। যেকোনও বিষয়ে আলোচনা করার জন্য এই পোল অপশন ব্যবহার করা হবে। ছবি সূত্র- পিক্সেলস।
আইওএস ভার্সানের ক্ষেত্রে চ্যাটবক্সের যেখানে আপনি মেসেজ করেন তার পাশে থাকা ‘প্লাস’ চিহ্নে ক্লিক করতে হবে। সেখান থেকে পোল অপশন পাবেন ইউজাররা। ছবি সূত্র- পিক্সেলস
অ্যান্ড্রয়েড ভার্সানে চ্যাটবক্সে একটি ‘পেপার ক্লিপ’- এর মতো চিহ্ন থাকে, সেখানে ক্লিক করতে হবে। এখান থেকেই পোল অপশন তৈরি করার সুবিধা পাবেন ইউজাররা। ছবি সূত্র- পিক্সেলস
আইওএস এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সানেই ইউজাররা পাবেন একটি মেনু অপশন। এই মেনু অপশনের মধ্যে যে যে বিষয় আছে তার মধ্যে একদম শেষে রয়েছে পোল অপশন। ছবি সূত্র- পিক্সেলস
এই পোল অপশনে ট্যাপ করলে একটি নতুন মেনু খুলে যাবে ইউজারদের সামনে। আইওএস এবং অ্যান্ড্রয়েড, দুই ভার্সানেই আসবে এই নতুন মেনু। ছবি সূত্র- পিক্সেলস
হোয়াটসঅ্যাপের তরফে ইউজারকে পোলের জন্য প্রশ্ন টাইপ করতে বলা হবে এবং তার ভিত্তিতে অপশন দিতে বলা হবে। একটা প্রশ্নের জন্য ১২টা অপশন দিতে পারবেন আপনি। ছবি সূত্র- পিক্সেলস
হোয়াটসঅ্যাপের বিটা ভার্সানে ইতিমধ্যেই কম্পানিয়ন ফিচার নিয়েও টেস্টিং শুরু হয়েছে। অনুমান সব ইউজারদের জন্য খুব তাড়াতাড়ি এই ফিচার চালু হবে। ছবি সূত্র- পিক্সেলস
- - - - - - - - - Advertisement - - - - - - - - -