Whatsapp Polls: অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সানে চালু হোয়াটসঅ্যাপের 'পোল' অপশন, কীভাবে ব্যবহার করবেন?
Whatsapp Features: হোয়াটসঅ্যাপ ওয়েবের জন্য এখনও এই পোল অপশন চালু হয়নি। তবে অনুমান করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ ওয়েবেও ক্রিয়েট পোল অপশন চালু হবে।
প্রতীকী ছবি, ছবি সূত্র- নিজস্ব চিত্র
1/10
হোয়াটসঅ্যাপে চালু হয়েছে বহু প্রতীক্ষিত পোল অপশন। ইউজাররা এবার থেকে হোয়াটসঅ্যাপে পোল তৈরি করতে পারবেন। ছবি সূত্র- নিজস্ব চিত্র।
2/10
হোয়াটসঅ্যাপের এই ক্রিয়েট পোল অপশন অ্যান্ড্রয়েড এবং আইওএস, দুই ভার্সানেই চালু হয়েছে। ফোনে লেটেস্ট ভার্সানের হোয়াটসঅ্যাপ অ্যাপ থাকলেই এই ফিচার ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা। ছবি সূত্র- নিজস্ব চিত্র।
3/10
জানা গিয়েছে, একটি পোলের জন্য ১২টি পর্যন্ত অপশন তৈরি রাখতে পারবেন ইউজাররা। যদি একই অপশন আপনি দু’বার টাইপ করে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপের তরফে আপনার কাছে সতর্কবার্তা আসবে। ছবি সূত্র- নিজস্ব চিত্র।
4/10
ব্যক্তিগত চ্যাট হোক বা গ্রুপ চ্যাট যেকোনও অপশনেই পোল তৈরি করা যাবে। যেকোনও বিষয়ে আলোচনা করার জন্য এই পোল অপশন ব্যবহার করা হবে। ছবি সূত্র- পিক্সেলস।
5/10
আইওএস ভার্সানের ক্ষেত্রে চ্যাটবক্সের যেখানে আপনি মেসেজ করেন তার পাশে থাকা ‘প্লাস’ চিহ্নে ক্লিক করতে হবে। সেখান থেকে পোল অপশন পাবেন ইউজাররা। ছবি সূত্র- পিক্সেলস
6/10
অ্যান্ড্রয়েড ভার্সানে চ্যাটবক্সে একটি ‘পেপার ক্লিপ’- এর মতো চিহ্ন থাকে, সেখানে ক্লিক করতে হবে। এখান থেকেই পোল অপশন তৈরি করার সুবিধা পাবেন ইউজাররা। ছবি সূত্র- পিক্সেলস
7/10
আইওএস এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সানেই ইউজাররা পাবেন একটি মেনু অপশন। এই মেনু অপশনের মধ্যে যে যে বিষয় আছে তার মধ্যে একদম শেষে রয়েছে পোল অপশন। ছবি সূত্র- পিক্সেলস
8/10
এই পোল অপশনে ট্যাপ করলে একটি নতুন মেনু খুলে যাবে ইউজারদের সামনে। আইওএস এবং অ্যান্ড্রয়েড, দুই ভার্সানেই আসবে এই নতুন মেনু। ছবি সূত্র- পিক্সেলস
9/10
হোয়াটসঅ্যাপের তরফে ইউজারকে পোলের জন্য প্রশ্ন টাইপ করতে বলা হবে এবং তার ভিত্তিতে অপশন দিতে বলা হবে। একটা প্রশ্নের জন্য ১২টা অপশন দিতে পারবেন আপনি। ছবি সূত্র- পিক্সেলস
10/10
হোয়াটসঅ্যাপের বিটা ভার্সানে ইতিমধ্যেই কম্পানিয়ন ফিচার নিয়েও টেস্টিং শুরু হয়েছে। অনুমান সব ইউজারদের জন্য খুব তাড়াতাড়ি এই ফিচার চালু হবে। ছবি সূত্র- পিক্সেলস
Published at : 17 Nov 2022 08:59 PM (IST)