পুরনো আইফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ, আপনার ফোনে চলবে তো?
পুরনো আইওএস ভার্সান যুক্ত আইফোন রয়েছে আপনার? তাহলে আপনার জন্য রয়েছে দুঃখের খবর। কারণ দীপাবলির পরেই পুরনো আইফোনে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজানা গিয়েছে, ২৪ অক্টোবর থেকে আইওএস ১০ এবং আইওএস ১১ পরিচালিত আইফোনে বন্ধ হয়ে যাবে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।
অ্যাপেলের সাম্প্রতিক রিপোর্টে এমনটাই জানানো হয়েছে। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপের তরফেও এই খবর ঘোষণা করা হয়েছে।
হোয়াটসঅ্যাপের হেল্প সেন্টার পেজ অনুসারে আইফোনে হোয়াটসঅ্যাপ চালু রাখতে হলে আইওএস ১২ বা নতুন ভার্সানের আইওএস প্রয়োজন।
তাই যাদের ফোনে এখনও আইওএস ১০ বা আইওস ১১ রয়েছে তারা সফটওয়্যার আপডেট করে নিন। তাহলেই সাবলীল ভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।
বেশি আইফোনে এখন আর আইওএস ১০ এবং আইওএস ১১ ভার্সান নেই। যাঁদের আইফোন ৫ বা আইফোন ৫সি রয়েছে তাঁরা সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই ফোনেই আগের মতো হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।
তবে যাঁরা এখনও আইফোন ৪ বা আইফোন ৪এস ব্যবহার করছেন তাঁদের ক্ষেত্রে এবার নতুন ফোন কেনার সময় এসে গিয়েছে। কারণ এই দুই ডিভাইসে হোয়াটসঅ্যাপ বন্ধ হতে চলেছে।
ইউজারদের নিরাপত্তার খাতিরে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ মাঝে মাঝেই তাদের প্রাইভেসি ফিচার এবং ইউজার ইন্টারফেস আপডেট করে। আর তাই লেটেস্ট অপারেটিং সিস্টেম থাকা ডিভাইসেই কাজ করে হোয়াটসঅ্যাপ।
অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও পুরনো অপারেটিং সিস্টেম সাপোর্ট করে না হোয়াটসঅ্যাপ। জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড ৪.১ এবং তার চেয়ে বেশি ভার্সানের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কাজ করে হোয়াটসঅ্যাপ।
ইউজারদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে নতুন কয়েকটি ফিচার। এই ফিচারের মধ্যে বেশ কয়েকটির বিটা টেস্টিং রোল আউট ইতিমধ্যেই শুরু হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -