কলকাতা : আজ অক্ষয় তৃতীয়া। ১০ মে দেশ জুড়ে পালিত হচ্ছে শুভ দিন। বাঙালির কাছে অক্ষয় তৃতীয়া মানে হালখাতার দিন। অক্ষয় তৃতীয়া মানে নতুন সূচনার দিন। জ্যোতিষশাস্ত্র বলছে, এদিন রোহিণী নক্ষত্রের সঙ্গে অতিগণ্ড যোগ, গজকেশরী যোগ এবং ধন যোগ গঠিত হচ্ছে। এছাড়াও তৈরি হচ্ছে মালব্য যোগ।
এই দিনে মেষ রাশিতে সূর্য ও শুক্রের মিলন হচ্ছে। এছাড়াও, মীন রাশিতে মঙ্গল ও বুধের মিলনের ফলে ধন যোগ তৈরি হচ্ছে । এছাড়াও শনি মূল ত্রিভুজ কুম্ভ রাশিতে থাকার কারণে শশ রাজযোগও গঠিত হচ্ছে। অক্ষয় তৃতীয়ায় এতগুলি সচরাচর তৈরি হয় না। একটি অবশ্যই একটি শুভ সমাপতন। জ্যোতিষশাস্ত্র মতে, কোন রাশির জন্য অক্ষয় তৃতীয়ায় এই শুভ যোগগুলি দুর্দান্ত ফল নিয়ে আসবে, দেখা নেওয়া যাক।
গজকেশরী যোগ: বৃষ,সিংহ ও কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য এই যোগ খুবই শুভ। সম্পদ,সমৃদ্ধি এবং সাফল্য বৃদ্ধি হবে ।
ধন যোগ: মীন রাশির জাতকদের জন্য আর্থিক সুবিধা এবং ব্যবসায় সমৃদ্ধি।
শুক্রাদিত্য যোগ: বৃষ রাশির জন্য এই যোগ সুখবর নিয়ে আসবে। তুলা এবং মকর রাশির জাতকদের জন্য প্রেম, সম্পর্ক এবং বৈবাহিক সুখ আসতে পারে।
শশ যোগ: বৃষ, সিংহ, বৃশ্চিক এবং মীন রাশির জাতকদের জন্য সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে।
বিশেষ ভাবে অক্ষয় তৃতীয়ায় লাভবান হবে যে রাশিগুলি, সেগুলি হল -
মেষ রাশি
বুধাদিত্য রাজা যোগ, শুক্রাদিত্য যোগ, লক্ষ্মী নারায়ণ যোগ এবং ষঠ যোগের মতো যোগের সংমিশ্রণের কারণে এদিন মেষ রাশির জাতকদের জন্য একটি শুভ দিন। এরা প্রতিটি কাজে সাফল্য পেতে পারেন। সম্পদ বৃদ্ধি পাবে। অপ্রত্যাশিত সুবিধা পাওয়ার সম্ভাবনা। ব্যবসা ভালো যাবে। যাঁদের ব্যবসা বিদেশে রয়েছে তাঁদের জন্য এই সময়টা বিশেষভাবে উপকারী হতে পারে। এছাড়াও, নতুন ব্যবসা শুরু করার জন্য দিনটি শুভ। শীঘ্রই কারও থেকে উপকার পেতে পারেন।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য অক্ষয় তৃতীয়ার দিনটি জীবনে একটি নতুন সূচনার জন্য শুভ। প্রতিটি পদক্ষেপে ভাগ্যের পূর্ণ সমর্থন থাকবে। জীবনে ইতিবাচক শক্তি বাড়বে। কর্মজীবনে অগ্রগতি হবে। নতুন সুযোগ আসবে। একটিও ভাল সুযোগ মিস করা ঠিক হবে না , এসময়। সমাজে মর্যাদা বৃদ্ধি পাবে। সম্পদ বৃদ্ধি পাবে। বাড়ি ও সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে।
কন্যা রাশি
অক্ষয় তৃতীয়ায় গঠিত পঞ্চ মহাযোগ কন্যা রাশির জন্য একটি আশীর্বাদ বয়ে আনতে পারে। ভাগ্য সোনার মতো চকচক করবে । আশা পূর্ণ হবে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায়ও ভালো লাভ হবে। সম্পত্তি ক্রয় করা যেতে পারে।
আরও পড়ুন :