রুদ্রপ্রয়াগ: অক্ষয় তৃতীয়ার (Akshaya Tritiya) পুণ্যলগ্নে খুলে গেল শিবের দ্বাদশ জ্যোর্তিলিঙ্গের অন্যতম কেদারনাথ মন্দির (Kedarnath Temple)। পবিত্র এই মুহূর্তের সাক্ষী থাকতে শুক্রবার ভোরে সেখানে পৌঁছে গেছেন কয়েক হাজার ভক্ত। মন্দিরের দরজা খোলার সময় কেদারনাথ বাবার দর্শন করতে সেখানে স্ত্রী গীতা ধামিকে নিয়ে হাজির হন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও (Uttarakhand CM Pushkar Singh Dhami)।


শুক্রবার সকালে রুদ্রপ্রয়াগ থেকে হেলিকপ্টারে করে গিয়ে মন্দিরের দরজা খোলার সময়ে উপর থেকে পুষ্পবৃষ্টি করানো হয়। সমস্ত রীতিনীতি মেনে মন্দির খোলার কাজ শুরু হয় বৈদিক মন্ত্রোচ্চারণ এবং ভক্তদের হর হর মহাদেব ধ্বনির মধ্যে দিয়ে। মন্দিরে পৌঁছনোর আগে এদিন সকালেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি টুইট করেন, "আজ অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে সমস্ত রীতিনীতি মেনে শ্রী কেদারনাথ ধাম, শ্রী যমুনোত্রী ধাম ও শ্রী গঙ্গোত্রী ধামের দরজা খোলা হচ্ছে। চারধাম যাত্রার জন্য আসা সমস্ত ভক্তকে দর্শনের জন্য আন্তরিকভাবে স্বাগত ও অভিনন্দন জানাই।"


 



মন্দিরের দরজা খোলার পর সেখানে দাঁড়িয়ে ভক্তদের স্বাগত জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সমস্ত ভক্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, "আমি সমস্ত ভক্তকে স্বাগত জানান। আপনাদের যাত্রা যাতে শুভ হয় এবং সমস্ত ইচ্ছা যাতে পূরণ হয় তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি। আপনারা সবাই স্বাগত।" 


শুক্রবার সকালে কেদারনাথ, যমুনোত্রী ও গঙ্গোত্রী ধামের দরজা খোলার মধ্যে দিয়ে সূচনা হল চারধাম যাত্রার। বাকি থাকা বদ্রিনাথ ধামের দরজা খুলবে ১২ তারিখ রবিবার। ইতিমধ্যেই চারধাম যাত্রায় অংশ নেওয়ার জন্য সেখানে পৌঁছে গেছেন কয়েক হাজার ভক্ত। তাঁদের নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজন মেটানোর জন্য সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে উত্তরাখণ্ডের প্রশাসনের তরফে।


 






আরও পড়ুন: Fatehpur Sikri Dargah: ফতেপুর সিক্রির দরগার নিচে কামাখ্যার মন্দির! মামলা দায়ের করে দাবি আইনজীবীর


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।