রামকৃষ্ণ পরমহংসদেবের (Swami Vivekananda and Ramakrishna Paramhansa ) ' যত মত তত পথ ' ভাবাদর্শের অপব্যাখ্যা করে বিতর্কের শীর্ষে ইসকনের সন্ন্যাসী ( SKCON monk Amogh Lila Das )। শুধু তাই নয় স্বামী বিবেকানন্দ সম্পর্কেও একাধিক আপত্তিকর মন্তব্য করেন অমোঘ লীলা। শুধু সেখানেই থেমে থাকেননি এই সন্ন্যাসী। মহিলাদের সম্পর্কে এমন এক মন্তব্য করে বসেছেন, যা যথেষ্ট আপত্তিকর বলেই মনে করছে অধিকাংশ মানুষ। অমোঘের নিদান, মহিলাদের জিমে যাওয়া বন্ধ করা উচিত। বরং মন দেওয়া দরকার ঘরের কাজে। সেটাই তাদের পক্ষে উপযুক্ত ! এমন মন্তব্যে স্বাভাবিক ভাবেই চটেছেন মানুষ।
স্বামীজি বা শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শ নিয়ে বিরুদ্ধ বক্তব্য পেশ করে বেশ কোনঠাসা হয়েছেন অমোঘ লীলা। নেট মাধ্যমে কার্যত তুলোধনা করেছে সাধারণ মানুষ। এবার নেটিজেনরা আরও একটি ভিডিও সামনে এনেছেন , যাতে দেখা যাচ্ছে অমোঘ লীলা মন্তব্য করছেন মহিলাদের শরীর নিয়ে। যা বলছেন তার সারমর্ম দাঁড়ায়, ল্যাপটপে বসে কাজ করে মেয়েদের ভুঁড়ি সাইকেলের টায়ার থেকে বাসের টায়ার ও তারপর ট্রাক্টর টায়ার হয়ে যাচ্ছে ! সেই কথা আবার তিনি বলেছেন বেশ অঙ্গভঙ্গি করে। তারপর বলেছেন মেয়েরা জিমে গিয়ে দৌড়চ্ছে, বরং তাঁরা বাড়িতে ঘরদোর মোছামুছি করুন। সেটাই তাঁদের জন্য বেশি উপযুক্ত ! সেটা করলে পেটে টায়ারের মতো মেদ জমবে না।
যদিও এই ভিডিওটি সন্ন্যাসীর দেওয়া একটি দীর্ঘ বক্তৃতার একটি সংক্ষিপ্ত অংশ, তবে এর মধ্যে করা এই মন্তব্যগুলি বিতর্কের জন্ম দিয়েছে। ফুটেজের শেষের দিকে, তিনি বাংলায় একটি বিবৃতি দিয়েছেন, "নারীরা খুব সুন্দর " এই মন্তব্যের প্রেক্ষাপট অস্পষ্ট রয়ে গেছে, তবে বক্তব্যের এই অংশটি সমালোচনার ঝড় তুলেছে, নেটিজেনরা তাঁর এই মন্তব্যের জন্য সন্ন্যাসীর তীব্র নিন্দা করেছে।
একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, "তাঁর কথার কোনও অর্থ হয় না। তাঁর বক্তব্য নারীদের প্রতি অশ্লীল ইঙ্গিত করে ও অসম্মান করে" । যদিও কোনও কোনও নেটিজেন আবার পুরো ভিডিওটি দেখতে চেয়েছেন।
শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দের দর্শনের বিপক্ষে একাধিক আপত্তিকর মন্তব্য করেছিলেন অমোঘ লীলা। তারপরই সমাজ মাধ্যমে আপত্তি জানান বহু মানুষ। এক মাসের জন্য নিভৃত যাপন-এ যাওয়ার কথা দ্বারকা ইসকনের সন্ন্যাসী অমোঘের। এই সময়ের জন্য ইসকন তাঁকে নিষিদ্ধ করেছে।