২০২৪ এ ২২ জানুয়ারি উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দির। সেদিনই গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হবে রামলাল্লাকে। সারা দেশের নজর এখন সেই মন্দিরের দিকে। যুদ্ধকালীন তৎপরতায় সেজে উঠছে রাম জন্মভূমি। ৭০০ একর জমির উপর নির্মাণ করা হচ্ছে বিশাল রাম মন্দির। 


মন্দিরের কাজ প্রায় সম্পূর্ণ । নানা প্রদেশ থেকে আসছে রামমন্দির সাজিয়ে তোলার উপকরণ। বিভিন্ন রাজ্য, এমনকী বিদেশ থেকেও আসছে রামলালার জন্য উপহার।  উপহার আসছে সীতার জন্মভূমি মিথিলা থেকেও। কিন্তু রামজন্মভূমির সেই মন্দিরেই নাকি থাকবে না সীতার মূর্তি। কিন্তু যেখানে রাম, সেখানে সীতা থাকবেন না কেন? ভক্তদের মনে প্রশ্ন থাকতেই পারে। সীতা ছাড়া রামের পুজো সম্পন্ন হয় কি? প্রশ্ন অনেক ভক্ত মনে। 


অযোধ্যায় রামলাল্লার মূল মন্দির ছাড়াও আরও ৭টি মন্দির তৈরির কাজ চলছে। এর মধ্যে রয়েছে  গুরু ব্রহ্মঋষি বশিষ্ঠ, ব্রহ্মঋষি বিশ্বামিত্র, মহর্ষি বাল্মীকি, অগস্ত্য মুনি, নিষাদরাজ এবং মাতা শবরীর মন্দির। এই মন্দিরগুলির কাজ শেষ হতে হতে  ২০২৪ সালের শেষ অবধি অপেক্ষা করতে হবে। কিন্তু রামের মন্দিরে রামলাল্লার পাশে কেন থাকবেন না সীতা? 


শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, মন্দির কমপ্লেক্সের গর্ভগৃহে যেখানে রাম লল্লা অবস্থান করবেন, সেখানে মাতা সীতার মূর্তি থাকবে না। এখানে শুধু রামলাল্লার মূর্তি স্থাপন করা হবে। কারণ এখানে রামলাল্লা মানে শিশু রাম। এই মূর্তি পাঁচ বছরের ছেলের আদলে তৈরি হচ্ছে। তার মানে, এটি হবে ঈশ্বরের এমন একটি রূপ যেখানে তাঁর বিয়ের বয়স হয়নি। 


আইনের চোখে কে রামলাল্লা ?


অযোধ্যার যে জমি নিয়ে বছরের পর বছর ধরে মামলা চলে এসেছে আইনের খাতাতেও তাঁর  মালিক রামলাল্লা। রামলাল্লা হল অযোধ্যার দেবতা। ভগবান রামের শিশুরূপ। ভারতীয় আইন অনুযায়ী, হিন্দু দেবতা অভিযোগ দায়ের করতে পারেন। আবার হিন্দু দেবতার বিরুদ্ধেও আইনি লড়াই লড়া যেতে পারে। অযোধ্যা-মামলাতেও এই আইন অনুযায়ী অযোধ্যার দেবতা রামলাল্লা বিরাজমান অর্থাৎ ভগবান রামের শিশুরূপকেই বাদী পক্ষ হিসেবে ধরা হয়। তবে দেবতা হলেও আইনের চোখে রামলাল্লা নাবালকই। কারণ, তিনি ভগবান রামের শিশুরূপ।অযোধ্যা-মামলায় প্রথমে রামলাল্লার প্রতিনিধিত্ব করতেন বিশ্ব হিন্দু পরিষদের তৎকালীন কার্যকরী সভাপতি দেওকী নন্দন আগরওয়াল। ১৯৮৯ সালে তাঁর হাত ধরেই রামলাল্লার মামলা শুরু হয়। 


তাই শিশুরামের পাশে এখানে সীতা নেই। তুলসীদাস  রচিত রামচরিতমানসে রাম-সীতার কথা বলতে গিয়ে বলা হয়েছে, সীতার বয়স যখন ১৮ , তখন রামের বয়স ২৭।  

আরও পড়ুন : 


শ্রীরাম ও মোদির কাটআউটে সাজল অযোধ্যা, উচ্ছ্বসিত জনতাকে হাত নেড়ে অভিবাদন প্রধানমন্ত্রীর, দেখুন ছবি