অযোধ্যা: অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে চাহিদা বাড়ছে ভগবান রাম ও হনুমানের ছবি দেওয়া গেরুয়া পতাকার। ২২ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঘিরে ফেলা হবে অযোধ্যাকে। তাই আগেভাগেই রাম লালা দর্শনে আশ-পাশের জেলা থেকে আসছেন বহু ভক্ত। সঙ্গে সারছেন বিকিকিনিও। নানা পণ্যদ্রব্যের পাশাপাশি সেই তালিকাতেই থাকছে রাম-হনুমানের ছবি দেওয়া গেরুয়া পতাকা।
আর দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে রাম লালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই কার্যত ধর্মীয় আবেগে ভাসছে এই মন্দির-শহর। স্থানীয়দের কথায়, "অযোধ্যা রামময় হয়ে উঠছে।"
স্থানীয় দোকানদাররা বলছেন, ভগবান রাম, আসন্ন রাম মন্দির, জয় শ্রী রাম লেখা স্লোগান ও হনুমানের ছবি দেওয়া গেরুয়া পতাকা প্রায় দেখা যাচ্ছে বিভিন্ন চারচাকা গাড়িতেও। কাজেই এইসব পতাকার চাহিদাও বাড়ছে।
সংবাদ সংস্থা পি টি আইকে স্থানীয় অনেক বাসিন্দা জানিয়েছেন, রাম মন্দির ইস্যুতে ২০১৯ সালে সুপ্রিম কোর্ট রায় ঘোষণার পর থেকেই গেরুয়া পতাকার চাহিদা তুঙ্গে। অযোধ্যার অন্যতম কেন্দ্রস্থল রাম পথ বরাবর থাকা একটা রেস্তোরাঁর মালিক প্রদীপ গুপ্তর মতে, রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে এই চাহিদা আরও বেড়েছে। প্রভু রামের ছবি দেওয়া গেরুয়া পতাকা ভক্তদের মধ্যে হিট। আগে মানুষ এই ধরনের পতাকা বাড়ির ছাদে টাঙাত না, কিন্তু এখন তা সর্বত্রই দেখা যায়, বিশেষ করে বাড়িতে।
এদিকে রাম মন্দির উদ্বোধনের (Ram Mandir Inauguration) আগে ১১ দিনের বিশেষ রীতি-নিয়ম পালন শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এই সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন তিনি। ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন ও রাম লালার প্রাণপ্রতিষ্ঠার আগে কঠোর বিধি মেনে চলবেন প্রধানমন্ত্রী। দেশবাসীর উদ্দেশে বিশেষ অডিও বার্তাও দিয়েছেন তিনি।
অডিও বার্তায় নিজের আবেগের কথা বলেছেন মোদি। তিনি বলেন,'আমি আবেগপ্রবণ। জীবনে প্রথমবার এমন কোনও অনুভূতি হচ্ছে আমার।' X হ্যান্ডেলে অডিও বার্তা পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, 'অযোধ্যায় রাম লালার (Ram Lalla) প্রাণ প্রতিষ্ঠার আর ১১ দিন বাকি রয়েছে। আমার সৌভাগ্য যে আমি এই পুণ্য তিথির সঙ্গী হব। এমন ঐতিহাসিক ও পবিত্র মুহূর্তে সারা ভারতবাসীর প্রতিনিধি হওয়ার জন্য ঈশ্বর আমায় বেছে নিয়েছেন। এর জন্য আমি ১১ দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছি। জনসাধারণের আশীর্বাদ চাইছি আমি। এটা এমন সময় যখন নিজের ভাবনা শব্দে বলা খুব কঠিন, তবুও আমি আমার মতো চেষ্টা করেছি।'
এদিন দেশবাসীর উদ্দেশে প্রায় ১০ মিনিটের অডিও বার্তা দিয়েছেন তিনি। সেখানে ঘুরে-ফিরে এসেছে নানা বিষয়।