নয়া দিল্লি: বসন্ত উৎসবের আনন্দে মাততে চলেছেন স্বয়ং রামলালাও। ভগবান কৃষ্ণের জন্মস্থান মথুরা এবং বৃন্দাবনের হোলি দেশ ও বিশ্বে বিখ্যাত। এতে অংশ নিতে লক্ষ লক্ষ ভক্ত মথুরা-বৃন্দাবন পৌঁছেছেন। হোলিকে কেন্দ্র করে রীতিমতো সাজ সাজ রব গোটা অযোধ্যাজুড়ে। ৪৯৫ বছর পর অযোধ্যার রাম দরবারে হোলি খেলা হবে।


অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরে রামলালার মূর্তি স্থাপনের পর, প্রথম হোলিকোৎসব পালিত হচ্ছে আড়ম্বরে। মন্দির প্রশাসনও হোলি উৎসবে রামলালার জন্য বিশেষ ব্যবস্থা করেছে। জানা গিয়েছে যে, এবার কাচনার ফুলের আবির দিয়েই হোলি খেলবেন রামলালা। রাম মন্দিরের পুরোহিত সত্যেন্দ্র দাস জানান, এবার রাম ভক্তরাও রামলালার সঙ্গে হোলি খেলার সুযোগ পাবেন। ফলে, সব মিলিয়েই আসন্ন রংয়ের উৎসবের জন্য মন্দির প্রাঙ্গণে চলছে জোর কদমে প্রস্তুতি। 


জানা গিয়েছে, ত্রেতাযুগ থেকেই এই কাচনারকে অযোধ্যার ‘রাজ্য বৃক্ষ’ হিসেবে বিবেচনা করা হত। আয়ুর্বেদেও এর বিশেষ গুরুত্ব রয়েছে। গোরখপুর মন্দিরে দেওয়া ফুল থেকে তৈরি করা হয়েছে এই ভেষজ আবির। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বোঝা গিয়েছে এই ভেষজ আবির  মানুষের ত্বকের জন্য নিরাপদ।


অযোধ্যায় হোলি উদযাপন শুরু হয়েছে রংভরি একাদশী থেকে। এখানে প্রতিদিনই উড়ছে আবির-গুলাল, চলছে ধর্মীয় গান ও বাদ্যের অনুষ্ঠান। রামলালার উদ্দেশ্যে ফাগ গান গাওয়া হচ্ছে। এ সময় রামলালাকে প্রতিদিন রঙিন পোশাক ও ফুল দিয়ে সাজানো হচ্ছে। এছাড়াও, আবহাওয়ার পরিবর্তনের পরিপ্রেক্ষিতে, রামলালার জন্য আকর্ষণীয় নৈবেদ্য তৈরি করা হচ্ছে। 


আরও পড়ুন, আজ ন্যাড়া পোড়া, রোগমুক্তি-অশুভ বিনাশের দিন, এদিন আগুনে কোন কাঠ ভুলেও পোড়াবেন না?


রাম মন্দিরের পুরোহিত সতেন্দ্র দাসের আরোও সংযোজন, হোলিতে নতুন পোশাক পরবেন রামলালা। সেই সঙ্গে দেওয়া হবে নানা খাবার। ৫৬ ধরনের পদ থাকবে। এরপর আবির নিবেদনের মাধ্যমে উদযাপিত হবে দোল উৎসব। মন্দির কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, ভগবান রামের উদ্দেশ্যে যে আবির নিবেদন করা হবে তার বিশেষ গুণাগুণ রয়েছে।