বজরঙ্গবলী ভক্তদের সব ধরনের অশান্তি থেকে রক্ষা করেন। ভক্তদের বিশ্বাস, ভগবান হনুমানের উপাসনা করলে সবারই সঙ্কট মোচন হয়। তবে কিছু রাশিচিহ্ন রয়েছে, যাঁদের অবশ্যই ভগবান হনুমানজির উপাসনা করা দরকার। এই রাশির জাতকরা বজরঙ্গবলীর পুজো করলে বিশেষ উপকার পান। বজরঙ্গবলী শুধুমাত্র তাঁদের রক্ষা করে না বরং তাঁদের সুখ ও সমৃদ্ধিও প্রদান করেন। 


ধনু রাশি:
এই রাশির জাতক জাতিকাদের উপর হনুমানজির বিশেষ আশীর্বাদ থাকে। এই ব্যক্তিদের নতুন কিছু শেখার ইচ্ছা থাকে, তবে তা সত্ত্বেও, এই রাশির জাতক জাতিকারা তাঁদের লক্ষ্যে পৌঁছতে অনেক সময় নেন। ভগবান হনুমানের আরাধনা করে এই লোকেরা জীবনে প্রচুর অর্থ উপার্জন করেন এবং কোনও কাজে ব্যর্থ হন না। হনুমান জির পুজো করলে তাঁদের শক্তিও বাড়তে থাকে।


কুম্ভ রাশি:
এই রাশির জাতক জাতিকাদের যে কোনও কাজ করার প্রবল ইচ্ছে ও ক্ষমতা থাকে, কিন্তু তা সত্ত্বেও,অলসতার জন্য গোছানো কাজ নষ্ট হয়ে যেতে পারে।  অলসতা কাটিয়ে উঠতে, এই রাশির জাতকদের অবশ্যই ভগবান হনুমানের পুজো করতে হবে। বজরঙ্গবলীর আরাধনা করে পথে আসা প্রতিটি চ্যালেঞ্জকে সহজেই অতিক্রম করতে পারেন। 


মেষ রাশি 
ভগবান হনুমানের অন্যতম প্রিয় রাশি মেষ রাশি। এই রাশির জাতক জাতিকাদেররাগ একটু বেশি।  তাঁরা  যদি 
আন্তরিকভাবে  এবং সম্পূর্ণ আচার-অনুষ্ঠান সহকারে হনুমানজির পুজো করেন, তাহলে তাঁদের রাগ নিয়ন্ত্রণ হয়ে যায়। এছাড়াও তাঁদের সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং তাঁরা জীবনে আসা প্রতিটি সমস্যা থেকে মুক্তি পায়। অঞ্জনী পুত্রের পুজো করলে পারিবারিক জীবনেও সুখ-সমৃদ্ধি বজায় রাখে।


কর্কট রাশি 
কর্কট রাশির মানুষ খুব আবেগপ্রবণ হন। এই রাশির জাতকরা খুব দ্রুত কাউকে অন্ধভাবে বিশ্বাস করে ফেলেন। আবেগপ্রবণ হয়ে অনেকসময় তাঁদের কাজ ভণ্ডুল হয়।  এই রাশির জাতক জাতিকাদের অবশ্যই হনুমানের পুজো  করা দরকার। পবনপুত্র ভগবান হনুমানের পুজো করার পাশাপাশি বজরঙ্গবাণ পাঠ করা উচিত। বজরঙ্গবলীর আরাধনা করলে জীবনের অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হয় এবং কর্মজীবনে প্রচুর সুবিধা পাওয়া যায়।


ডিসক্লেমার :  এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।