সপ্তাহ ঘুরলেই ভাদ্র-সমাপন। বিশ্বকর্মা পুজো, গণেশ পুজো (Ganesh Puja) দিয়ে শুরু উৎসবের মরসুম। তারপর শারদীয়া আরাধনা সময়ের অপেক্ষা। বাংলা জুড়ে আগমনী সুর। কাশের বন, নীল আকাশ, কুমোরটুলির ভেজা মাটি, পাড়ায় পাড়ায় মণ্ডপ তৈরির বাঁশ দিচ্ছে উমার আগমন বার্তা। এরই মধ্যে পাতা উল্টে দেখে নেওয়া পুজোর দিনক্ষণ। বিভিন্ন জায়গায় পুজো হয় বিভিন্ন পঞ্জিকা (Panjika) মতে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে বেলুড় মঠে দুর্গাপুজো (Durga Puja) অনুষ্ঠিত হয়। এ বছরও মঠের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে পুজোর নির্ঘণ্ট। 


এবছর বেলুড় মঠে ১২৩তম বর্ষের দুর্গাপুজো। ১৯০১ সালে  স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে দুর্গাপুজো শুরু করেছিলেন। সেই বছর থেকেই এই পুজোয় নিষ্ঠাভরে মানা হয় কিছু বিধি।  জন্মাষ্টমীর দিন কাঠামো পুজো হয় বেলুড় মঠে। এ বছরও তার অন্যথা হয়নি। গত ৭ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে কাঠামো পুজো হয়ে গিয়েছে বেলুড়ে।   


মঠের ওয়েবসাইটে জানানো হয়েছে, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে যথাক্রমে ২১, ২২ এবং ২৩ অক্টোবর অর্থাৎ শনিবার, রবিবার এবং সোমবার বেলুড় মঠে দিব্য মা শ্রী শ্রী দুর্গার পুজো করা হবে। দুর্গা পুজো অনুষ্ঠানের আরও বিশদ বিবরণ এবং লাইভ স্ট্রিমিং লিঙ্কগুলি অক্টোবরে জানিয়ে দেওয়া হবে ।  


দেখে নেওয়া যাক কবে কখন পুজো। 


শ্রী শ্রী দুর্গা পুজো : ২০২৩


কার্যক্রম



  • শনিবার, ২১ অক্টোবর, মহাসপ্তমী, পুজো শুরু হবে ৫.৩০ টায়।

  • ২২ অক্টোবর, রবিবার, মহাষ্টমী , পুজো শুরু হয় ভোর ৫.৩০ মিনিটেয

  • এদিন কুমারী পুজো শুরু হবে সকাল ৯টায়।

  • সন্ধ্যা ৭.৩৬ থেকে রাত ৮.২৪ পর্যন্ত সন্ধিপুজো।

  • সোমবার, ২৩ অক্টোবর, মহানবমী: পুজো শুরু হবে ভোর ৫.৩০য় ।

  • হোম - ​​শ্রী শ্রী দেবীর ভোগারতির পর।

  • পুষ্পাঞ্জলি : প্রতিদিন শ্রী শ্রী দেবীর ভোগরাতির পর

  • সন্ধ্যার আরতি: প্রতিদিন শ্রীশ্রীঠাকুরের আরতির পর 

    এবার দেখে নেওয়া যাক, বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা অনুসারে পুজোর নির্ঘণ্ট, যা বেশিরভাগ সর্বজনীন পুজোর ক্ষেত্রে মানা হয়ে থাকে। 


  • এবারের দুর্গাপুজোর (Durga Puja Time) নির্ঘণ্ট :




  • মহাষষ্ঠী : ২০ অক্টোবর (২ কার্ত্তিক), শুক্রবার 




  • মহাসপ্তমী : ২১ অক্টোবর (৩ কার্ত্তিক), শনিবার


     




  • মহাষ্টমী :  ২২ অক্টোবর (৪ কার্ত্তিক), রবিবার




  • সন্ধিপুজো :  সন্ধে ৪:৫৪ গতে রাত্রি ৫:৪২ মধ্যে সন্ধিপুজো। সন্ধে ৪:৫৪ গতে সন্ধিপুজো শুরু। সন্ধে ৫:১৮-র মধ্যে সেরে নিতে হবে বলিদান। রাত্রি ৫:৪২-এর মধ্যে সন্ধিপুজোর সমাপ্তি।  




  • মহানবমী: ২৩ অক্টোবর (৫ কার্ত্তিক), সোমবার। 




  • বিজয়া দশমী:  ২৪ অক্টোবর (৬ কার্ত্তিক), মঙ্গলবার।


    (তথ্যসূত্র- বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা)                               

    এবার মা আসছেন ঘোটক অর্থাৎ ঘোড়ায়। যার ফল হবে- ছত্রভঙ্গ। অর্থাৎ শাস্ত্র বলছে, এর জেরে রাজনৈতিক, সামাজিক ও সামরিক অস্থিরতা বাড়বে। শুধু তা-ই নয়, মা দুর্গা ফিরবেনও ঘোটক বা ঘোড়াতে চড়েই।