জন্মাষ্টমীতে কাঠামো পুজো দিয়ে শুরু হয়ে গেল দুর্গাপুজোর তোরজোর। বেলুড় মঠে জন্মাষ্টমীতেই হয় কাঠামো পুজো। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, এ বছক ১০, ১১, ১২ অক্টোবর পুজো হবে। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার বেলুড় মঠে পূজিতা হবেন মা । বেলুড় মঠ কর্তৃপক্ষ জানিয়েছে, পুজো ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হবে। অক্টোবরের প্রথম সপ্তাহে লিঙ্কটি পেয়ে যাবেন ভক্তরা।
অনুষ্ঠানসূচি
- ৮ অক্টোবর , মঙ্গলবার বোধন হবে সন্ধ্যা সাড়ে ৬ টায়।
- ৯ অক্টোবর বুধবার দেবীর কল্পারম্ভ হবে সকাল সাড়ে ৬ টায়। ওই দিনই দেবীর আমন্ত্রণ ও অধিবাস হবে।
- ১০ অক্টোবর বৃহস্পতিবার সপ্তমী পুজো শুরু হবে ভোর সাড়ে ৫ টায়।
- ১১ অক্টোবর শুক্রবার হবে মহাষ্টমীর দেবী আরাধনা। মহা পুজো শুরু হবে শুরু হবে সকাল সাড়ে ৫ টায়।
- এদিন কুমারী পুজো হবে সকাল ৯ টায়। এদিন সন্ধি পুজো হবে বেলা ১১ টা ৪৩ থেকে। শেষ হবে দুপুর ১২:৩১ এ।
- ১২ অক্টোবর শনিবার মহানবমীর পুজো শুরু হবে। ভোর সাড়ে ৫ টায়।
- ১৩ অক্টোবর রবিবারই প্রতিমা বিসর্জন। দেবীর বিজয়ার পুজো শুরু হবে সকাল সাড়ে ৬ টায়। বিসর্জুন হবে বিকেলে।
প্রতিদিন শ্রী শ্রী মা দুর্গার ভোগারতির পর পুষ্পাঞ্জলি হবে। আর প্রতিদিনই সন্ধ্যা আরতি হবে শ্রী শ্রী ঠাকুরের আরতির পর।
মহালয়া থেকেই কলকাতা-সহ রাজ্যের অনেক জায়গায় পুজোর আবেশ এসে যায়। এ বছর মহালয়া পড়েছে ২ অক্টোবর। গান্ধীজয়ন্তীর দিনে থেকেই শুরু হয়ে যাবে উৎসবের মরসুম। পঞ্চমী ৮ অক্টোবর মঙ্গলবার। বোধন ৯ অক্টোবর বুধবার। ১০ অক্টোবর, বৃহস্পতিবার সপ্তমী। ১১ অক্টোবর অষ্টমী, শুক্রবার। নবমী ও দশমী ১২ ও ১৩ অক্টোবর,শনি ও রবিবারে।
স্বামী বিবেকানন্দের হাত ধরে ১৯০১ সালে প্রথম দুর্গা পুজো হয় মঠ প্রাঙ্গনে। বেলুড় মঠে জন্মাষ্টমীর সকালে প্রথা মেনেই অনুষ্ঠিত হয়েছিল দেবীর কাঠামো পুজো । চিরাচরিত প্রথা মেনে এদিন জন্মাষ্টমীর সকালে দেবী দুর্গার কাঠামো পুজোর মাধ্যমে শুরু হল উমার আবাহন।
আরও পড়ুন :