ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: অনুব্রত মন্ডলের (Anubrata Mondal) দলীয় কার্যালয়ের কালীপুজোর (Kalipuja) কালীর (Kali) জৌলুস যেন কমেছে। গরু পাচার (Cow Smuggling) মামলায় একবছরেরও বেশি সময় ধরে জেলে বন্দি অনুব্রত। ৫৭০ ভরি গয়নার পরিবর্তে একশো ভরি মত গয়না পড়ানো হয়েছে মা কালীকে (Maa Kali)। 


দলীয় কার্যালয়ের কালী প্রতিমাকে ৩ কোটির গয়না পরাতেন অনুব্রত মণ্ডল। সেই গয়না এবার ইডির নজরে ৷ ডাকা হয়েছেন মন্দিরের ট্রাস্টের সদস্যদের। আর এই পরিস্থিতিতে এ বছর ৫৭০ ভরি না হলেও কয়েশ ভরি সোনার গয়না পরানো হয়েছে মা কালীকে। তবে আগের মত নেই জাঁকজমক।                                                                            


বরাবরই মা কালীর ভক্ত ছিলেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কখনও সতীপীঠ কঙ্কালীতলায়, কখনও সিদ্ধপীঠ তারাপীঠে দিনভর বড় যজ্ঞের আয়োজন করতে দেখা গিয়েছে তাঁকে৷ বোলপুরে দলীয় কার্যালয়েও একটি কালী পুজোর সূচনা করেছিলেন তিনি৷ 


সময় যত এগিয়েছে, অনুব্রতর পুজো বড় হয়েছে। কালী প্রতিমার সোনার গয়নাও বেড়েছে। ২০২০ সালে ৩২০ ভরি সোনার গয়না ছিল, তা বেড়ে ২০২১ সালে ৫৭০ ভরি হয়। গরু পাচার ও অর্থ পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হতেই প্রায় ৩ কোটি টাকার এই গয়না ইডির নজরে। তাই ২০২২ সালে দলীয় কার্যালয়ে প্রতিমার গায়ে মাত্র কয়েক ভরি সোনার গয়না দেখা গিয়েছিল৷                          


আরও পড়ুন, আর বাড়ির খাবার নয়, জেলের খাবারই খেতে হবে জ্যোতিপ্রিয়কে, নির্দেশ আদালতের


এবার গয়নার পরিমাণ বেশ কিছুটা বেড়েছে ৷ ৫৭০ ভরি না হলেও কয়েকশ ভরি সোনার গয়না পরানো হয়েছে তৃণমূল পার্টি অফিসের কালী প্রতিমাকে৷ তবে অনুব্রত থাকাকালীন এই পুজোর জাঁকজমক যেমন তা কার্যত নেই৷ জৌলুস হারিয়েছে এই পুজো। 


রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, "একটা মানুষের জন্য কিছু তো আটকে থাকে না৷ দলীয় কর্মীদের কথা ভেবে এই পুজোর আয়োজন করা হয়েছে। কর্মীরাই চাঁদা দিয়েছেন৷ জাঁকজমক করার চেষ্টা করব৷ দেখা যাক।"