কলকাতা : ভাই ও বোনের অটুট বন্ধনের উদযাপন ভাই-ফোঁটা ( Bhai Dooj 2023 )। অমাবস্যার পর প্রতিপদ তিথি পড়লেই শুরু হয়ে যায় ভাইফোঁটা দেওয়া। কেউ ভাইফোঁটা দেন প্রতিপদে, কেউ ফোঁটা ( Bhai phonta 2023 )দেন দ্বিতীয়ায়। রীতিনীতি পরিবার অনুযায়ী আলাদা হলেও প্রার্থনায় কিন্তু মিলেমিশে একাকার গোটা দেশ। কেউ বলেন  ভাইদুজ, কেউ ভাই ফোঁটা, কেউ ভ্রাতৃদ্বিতীয়া, কিন্তু উদ্দেশ্য তো একটাই। ভাইয়ের মঙ্গলকামনা। জীবনের সব কাঁটা দূর করে, যমের দুয়ারে কাঁটা পুঁতে, ভাইয়ের সুস্থ দীর্ঘায়ু কামনা করা। 


পুরাণে ভাইফোঁটা সংক্রান্ত নানা কাহিনি লোকমুখে ফেরে।  তার মধ্যে যম ও যমুনার গল্পটিই সর্বাধিক প্রচলিত। ভগবান সূর্য ও তাঁর স্ত্রী সন্ধ্যার সন্তান ধর্মরাজ যম ও যমুনা। কিন্তু ভগবান সূর্যের তেজ সহ্য করতে পারেন না তাঁর স্ত্রী সন্ধ্যা। তাই তিনি তাঁর সন্তান যমরাজ ও যমুনাকে ছেড়ে পিতৃগৃহে চলে যান। তিনি নিজের জায়গায় তাঁর প্রতিকৃতি ছায়াকে ভগবান সূর্যের কাছে রেখে যান। 


যমরাজ ও যমুনা তো ছায়ার সন্তান নন। তাই তাঁরা ছিলেন মায়ের আদর থেকে বঞ্চিত । কিন্তু ভাইবোনের মধ্যে বড় মিল। যম খুবই স্নেহ করতেন যমুনাকে। এরপর যমুনারও বিয়ে হয়ে যায়। তারপর কার্তিক অমাবস্যার পর দ্বিতীয়ার দিন  যমরাজ বোনের ডাকে  তাঁর বাড়িতে পৌঁছন। ভাই আসায় খুশিতে ডগমগ হয়ে ওঠেন যমুনা। তিনি ভাইকে খুবই আদর আপ্যায়ন করেন। যমরাজকে ফোঁটা দিয়ে পুজো করেন। তারপর থেকে কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে ভাইফোঁটা পালন করা হয়। 

আরও পড়ুন : শনির দয়া থাকবে এই ৩ রাশির উপর 

ভাইফোঁটার দিন-ক্ষণ



  • ২০২৩ সালে, ভাইফোঁটা উৎসব ১৪ এবং ১৫ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার ধরে পালিত হচ্ছে।

  • ২০২৩ সালে, ভাইফোঁটা অর্থাৎ দ্বিতীয়া তিথি ১৪ নভেম্বর দুপুর ২টা বেজে ৩৬ মিনিট থেকে শুরু হয়েছে এবং ১৫ নভেম্বর দুপুর ১টা বেজে ৪৭ মিনিট পর্যন্ত চলবে। অর্থাৎ ২ দিন ধরে ভাইফোঁটা উৎসব পালনের তিথি রয়েছে।

  • ২ দিনই ভাইফোঁটা দেওয়া যাবে। যদি ১৪ নভেম্বর ফোঁটা দিতে না পারেন, তাহলে পরেরদিন অর্থাৎ আজ ১৫ নভেম্বর দুপুর ১টা বেজে ৪৭ মিনিট পর্যন্ত ফোঁটা দেওয়া যাবে। 



ভাইফোঁটার প্রার্থনা মন্ত্র 

ভাইফোঁটায় সব বোনেদের বাঁ-হাতের কঁড়ে আঙুলে ফোঁটা দিতে হয়। দই বা চন্জনের ফোঁটা দেওয়ার রীতিই সবথেকে বেশি। সেই সময় বলতে হয় - 
“ভাইয়ের কপালে দিলাম ফোঁটা/ যমের দুয়ারে পড়ল কাঁটা/ যমুনা দেয় যমকে ফোঁটা/ আমি দিই আমার ভাইকে ফোঁটা।’’