কলকাতা : শ্রী গণেশকে সমস্ত দেবতার মধ্যে প্রথম পুজো করা হয়। তাঁর আরাধনা করলে জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যায়। বুধবার দিনটিকে গণপতিকে উৎসর্গ করা হয়। এই দিনে, ভক্তরা ভগবান গণেশের আশীর্বাদ পেতে বিভিন্ন রীতিপালন করে থাকেন। বিশ্বাস করা হয় , বুধবার গৃহীত ব্যবস্থাগুলি গণপতিকে সহজে খুশি করতে পারে এবং ভক্তদের মনের সমস্ত দ্বন্দ্ব দূর করে। জেনে নিন বুধবার কী কী করা যেতে পারে।
বুধবার এই কাজগুলি করুন
- দূর্বা অর্থাৎ সবুজ ঘাস গণেশের খুব প্রিয়। গণপতিকে খুশি করতে, বুধবার মন্দিরে যান এবং গণপতি বাপ্পার পায়ে ১১ বা ২১ টি দূর্বা ঘাস অর্পণ করুন। এই কজটি করলে আপনার জীবনে আসা সমস্যা কেটে যাবে।
- বুধবার ভগবান গণেশের মন্দিরে গিয়ে সবুজ দ্রব্য দান করুন। এই দিনে সবুজ রঙের জামাকাপড়, খাদ্যসামগ্রী বা অন্য কোনও প্রয়োজনীয় জিনিস দান করলে বুধের দোষ দূর হতে থাকে।
- বুধবার গণেশের সঙ্গে সম্পর্কিত। বুধবার সবুজ পোশাক পরা শুভ। অন্যদিকে, যদি আপনার বুধ দুর্বল হয়, তবে সবসময় আপনার সঙ্গে একটি সবুজ রুমাল রাখুন।
- বুধবার গণেশকে জাফরান সিঁদুর নিবেদন করতে হবে। এতে করে জীবনে আসা সবরকম সমস্যা ও ঝামেলা দূর হয়ে যায়। এই দিনে সবুজ মুগ ডাল অভাবী মানুষকে দান করতে হবে। এতে করে সম্পর্কের তিক্ততা দূর হয়।
- প্রতি বুধবার গণেশকে মোদক অর্পণ করুন। এই মোদক নিজে না খেয়ে অন্যকে খাওয়ান। এতে আর্থিক উন্নতির সম্ভাবনা থাকে।
- রাহুর সমস্যায় অস্থির থাকলে বুধবার রাতে মাথার কাছে একটি নারকেল রেখে ঘুমান এবং পরের দিন এই নারকেলটি কিছু দক্ষিণা সহ গণেশের মন্দিরে নিবেদন করুন।
- ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
নজর রাখুন " target="_blank"> বেলা ১২টায় উচ্চমাধমিকের ফলপ্রকাশ। সাড়ে ১২টা থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ক্লিক করুন : wb12.abplive.com https://www.abplive.com/exam-results/wb-board-12th-result-5e6615bf76c62.html https://news.abplive.com/exam-results/wb-board-higher-secondary-result-5e68a35cb902c.html