GITA GYAN: ভগবানের সাধনা তো সকলেই করেন। কিন্তু বেশিরভাগ সময়ই ভাগবানের কাছে ভক্ত যায় কোনও একটা বাসনা নিয়ে। ভগবান যাতে তা পূর্ণ করেন, সেই ইচ্ছে রাখেন ভক্ত। কিন্তু ঈশ্বর কোন ভক্তকে বেশি ভালবাসেন? তাঁর উত্তর রয়েছে ভগবদ্গীতায়। (Gita) ভক্তিযোগ অর্থাৎ ত্রয়োদশ অধ্যায়ের শুরুতে অর্জুন প্রশ্ন করেছেন, নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে ঈশ্বরের আরাধনা করেন, তার মধ্যে ভগবান কাদের শ্রেষ্ঠ মনে করেন ? তার উত্তর বিভিন্নভাবে তুলে ধরেছেন পার্থসারথি। দ্বাদশ অধ্যায়ের ১৫ নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলেন, (Gita Quotes)



যস্মান্নোদ্বিজতে লোকো লোকান্নোদ্বিজতে চ যঃ। 
হর্ষামর্ষভয়োদ্বেগৈমুক্তো যঃ স চ মে প্ৰিয়ঃ ৷৷ ১৫ 

এই শ্লোক মারফত ভগবান বোঝাতে চেয়েছেন, যিনি কাউকেই উদ্বিগ্ন করেন না, যিনি কারও দ্বারা উদ্বিগ্ন হন না এবং যিনি হর্ষ ও বিষাদ, ভয়, উদ্বেগ থেকে মুক্ত তিনি আমার প্রিয় ভক্ত। এই দুটি লাইনের পরতে রয়েছে গভীর মর্মার্থ। প্রকৃত ভক্ত যিনি, তিনি কাউকে উদ্বেগে ফেলেন না। আবার কারও দ্বারা উদ্বেগপ্রাপ্তও হন না। আর যে ভক্ত কারও দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না আর যিনি হর্ষ, ক্রোধ, ভয় ও উদ্বেগের ঊর্ধ্বে রাখেন নিজেকে, তিনিই ভগবানের  অত্যন্ত প্রিয় হন। 


ভগবান তাঁদেরই শ্রেষ্ঠ ভক্ত বলে মনে করেন, যিনি জেনে- শুনে কাউকে দুঃখ, সন্তাপ দেন না।  ভয় দেখান না। ক্ষোভ প্রকাশ করেন না। তাঁর জীবনের উদ্দেশ্য হয়   সকলের সেবা ও ভাল করা। সুতরাং তাঁর কারণে কারও মনে আতঙ্ক বা উদ্বেগ তৈরি হয় না।  কারণ রাগ , ঈর্ষা - এই ভাবগুলি ভগবানের থেকে ভক্তকে দূরে সরিয়ে দেয়। গীতার বাণী থেকে মনে করা হয়, যিনি অন্যকে দুঃখ তাপ দেন না, তাঁকেও কেউ দুঃখ দেন না। অথবা তিনি সবরকম দুঃখ বা আঘাতেও অটল থাকেন।  রাগ-দ্বেষ রহিত হন তিনি। এই ধরনের ভক্তকেই ভালবাসেন ভগবান।  


গীতায় বিভিন্ন অধ্যায়েই ভগবান ক্রোধ রোধ করার পরামর্শ দিয়েছেন। দুঃখে অবিচল, আনন্দে নিজেকে ধরে রাখার পরামর্শ দিয়েছেন। যেমন সাংখ্য যোগে ভগবান বলেছেন,                        


দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগতস্পৃহঃ ।
বীত রাগ ভয় ক্রোধঃ স্থিতধীঃ মুনিঃ উচ্যতে ॥৫৬   


আরও পড়ুন :


মৃত্যুর পর আত্মার কী হয়? কুরুক্ষেত্রে অর্জুনকে কী বলেছিলেন সখা কৃষ্ণ?