Hanuman Jayanti 2024: আজ পূর্ণিমা। ২৩ এপ্রিল, মঙ্গলবার সারাদেশে হনুমান জয়ন্তীর উৎসব পালিত হচ্ছে। এই দিনে হনুমান ভক্তরা ভগবানের বিশেষ পুজো করেন। কিন্তু এই বিশেষ দিনে পুজোয় কোনও ধরনের ভুল এড়াতে জেনে নিন হনুমানজির পুজো সংক্রান্ত নিয়মগুলো। পূর্ণিমা তিথি শুরু হয়েছে ভোর রাতে। ৩ টে ২৫ মিনিটে। পূর্ণিমা তিথি শেষ হবে আগামীকাল ভোর  ৫ টা ১৮য়। এই সময়ের মধ্যে পুজো করতে হবে। 


হনুমান জয়ন্তীতে যা যা করবেন না


হিন্দু ধর্মে, হনুমানকে একজন জাগ্রত এবং শক্তিশালী দেবতা হিসাবে বিবেচনা করা হয়। বজরংবলীর মহিমা অপার। মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামে এদিন লাখো মানুষের জমায়েত হয়।  এখানকার প্রধান ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। কথিত আছে  তিনি হনুমানের দর্শন করেছিলেন এবং মহারাজ তাঁর অলৌকিক কাজের জন্য সারা বিশ্বে বিখ্যাত। তিনি হনুমান জয়ন্তীতে মেনে চলার জন্য কতগুলি বিধি দিয়েছেন। তাঁর মতে, হনুমান জি-র পুজো করার সময় কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। হনুমানজির পুজোয় পবিত্রতা বজায় রাখতে হবে। হনুমান জয়ন্তীর পুজোয়  হনুমান জিকে লাল রঙের ফুল অর্পণ করা আবশ্যক। মনে রাখ তে হবে, ভগবান হনুমানের পুজো করলে মাংস বা মদ্যপান করবেন না। ( তথ্য - এবিপি নিউজ ) 


হনুমান জয়ন্তীতে যা যা করবেন


এই দিনে ভক্তরা হনুমানজিকে সিঁদুর, লাল পোশাক, ফুলের মালা, গোলাপ, লাড্ডু, হালুয়া এবং কলা অর্পণ করতে পারেন । গণেশের পুজো করে হনুমান জয়ন্তীর পুজো শুরু করুন। এরপর ভগবান রাম ও সীতার পুজো করতে হবে। হনুমান জয়ন্তীতে উপবাস পালন করা খুবই উপকারী বলে মনে করা হয়। এদিন হনুমান চালিসা পাঠ অত্যন্ত জরুরি। এদিন হনুমানের ছবিতে সিঁদুর ও জাফরানের তিলক লাগান এবং হনুমান জিকে এই দিনে লাল পোশাক দিন। তাঁকে লাল,হলুদ এবং গোলাপী ফুল অফার করুন। ভোগ হিসাবে কলা  নিবেদন করুন। এছাড়াও,ভগবানকে বেসনের লাড্ডু এবং বোঁদে নিবেদন করতে হবে। রামচরিতমানস পাঠ করলে হনুমান জি খুশি হন বলে মনে করা হয়। এই দিনে বজরং বাণ পাঠ করলে অসুবিধা দূর হয় । যাঁরা হনুমানজির উপাসনা করেন তাঁদের ব্রহ্মচর্য ব্রত পালন করা উচিত । 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন :                                             
কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন হিটস্ট্রোক ? ব্রেন স্ট্রোকের সঙ্গে এর ফারাক কোথায় ?