নয়া দিল্লি: জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভ‌ু মনুর ‌যজ্ঞের প্রভাবে জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল বলে দাবি। জগন্নাথ দেবের জন্মদিন উপলক্ষ্যে স্নানযাত্রো পালন করা হয়েছিল। ১০৮ কলসি জলে স্নান করে এরপর জ্বর আসে তিন ভাই বোনেরই। সর্দি জ্বর হওয়ার কারণে তাঁদের এই সময় মন্দিরের অন্য একটি ঘরে আলাদা রাখা হয়। রাজ বৈদ্যের দেওয়া ওষুধ ও পথ্য খেয়ে ১৫ দিন পরে আবার বাইরে আসবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।


এরই মধ্যে পবিত্র ফুলুরি তেল ব্যবহার করে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে সুস্থ করার প্রক্রিয়া চলছে। এই রীতিটি ১ হাজার বছরের পুরনো রীতি। এই রীতি অনুযায়ী প্রতি বছরই ফুল দিয়ে একটি ভেষজ ওষুধ বানানো হয়। কী কী উপাদান ব্যবহার করা হয়? তিল তেল, বেনার মূল, সুগন্ধী ফুল যেমন জুঁই, মাল্লি এবং চন্দনকাঠ।  এরপর এই তেলটি এক বছর ধরে মাটির হাঁড়িতে করে মাটির নিচে রেখে দেওয়া হয়। স্নান যাত্রার পর মাটি খুঁড়ে বের করা হয় এই তেল। 


কথিত আছে, স্বয়ং জগন্নাথদেব মহারাজা ইন্দ্রদ্যুম্নকে নির্দেশ দিয়েছিলেন যে, মহাস্নানের পর তাঁর অঙ্গরাগবিহীন রূপ যেন কেউ না দেখেন। তাই স্নানযাত্রার পর থেকে ১৫ দিন পুরীর মন্দিরের দরজা সাধারণের জন্য বন্ধ থাকে।



রথযাত্রা ২০২৪ তারিখ এবং সময়


ভগবান জগন্নাথের রথযাত্রা উৎসব এই বছর ৭ জুন ২০২৪ তারিখে রবিবার পুরীতে পালিত হবে। পঞ্চাং অনুসারে, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিন ৭ জুন, পড়েছে। এদিন ভোর ৪ টা ২৬ মিনিটে শুরু হবে এবং ৮জুন, ২০২৪, সোমবার ভোর ৪ টা ৪৯ মিনিট পর্যন্ত থাকবে।


রথযাত্রার ধর্মীয় তাৎপর্য-


হিন্দু ধর্মে, প্রাচীন শহর পুরীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় কারণ এটি ভগবান জগন্নাথের আবাসস্থল, চর ধামের মধ্যে একটি, যার মধ্যে ভগবান কৃষ্ণ জগন্নাথ রূপে বাস করেন। এই মন্দিরে, শুধু তাঁর বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা নয়, জগন্নাথের সঙ্গে অন্যান্য দেবতারাও উপস্থিত আছেন, যাকে সমগ্র বিশ্বের নাথ বলা হয়। 


হিন্দু বিশ্বাস অনুসারে, ভগবান জগন্নাথ সারা বছর রথযাত্রায় অংশ নিয়ে তাঁর ভক্তদের আশীর্বাদ করেন। উল্লেখযোগ্যভাবে, এই রথযাত্রার সময়, ভগবান জগন্নাথ বছরে একবার বিখ্যাত গুন্ডিচা মাতার মন্দিরে যান। শহর ভ্রমণের সময়, ভগবান জগন্নাথ তার খালা গুন্ডিচা-এর বাড়িতে যান এবং সেখানে ৭ দিন বিশ্রাম নেন। সেই থেকে আজ পর্যন্ত ভগবানের মহাযাত্রা বের করার প্রক্রিয়া চলছে বলে ধারণা করা হয়। 


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে