কলকাতা: জগন্নাথদেবের (Jagannath Dev) চরণে জায়গা পেতে সবাই ছোটেন পুরীধাম। সবার উপরেই বর্ষিত হয় জগন্নাথদেবের আশীর্বাদ। কিন্তু কিছু কিছু রাশির উপর তাঁর কৃপাদৃষ্টি হয়তো একটু বেশিই থাকে বলে বিশ্বাস করা হয়। সাধারণ মানুষের জন্মের সময়, নক্ষত্র ও আনুষাঙ্গিক তথ্যের উপর নির্ভর করে রাশি নির্ধারিত হয়। তেমনই জগন্নাথদেবেরও রাশি হয়েছে। 


জগন্নাথদেব- বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা যিনি, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের ভাগ্যনির্ধারণ করেন- তাঁর জন্য় নক্ষত্র কী বলে? জগন্নাথদেব, তাঁর ভাই ও বোন ভগবান বলরাম ও দেবী সুভদ্রার রাশি কী?


জগন্নাথদেব
রাশি: মকর
নক্ষত্র: শ্রাবণ (Srabvana)


ভগবান বলরাম
রাশি: বৃষ
নক্ষত্র: রোহিনী (Rohini)


দেবী সুভদ্রা
রাশি: বৃশ্চিক
নক্ষত্র: জ্যেষ্ঠা (jyestha)


পুরীর (Puri Mandir) মন্দিরে সেবায়েতদের বিভিন্ন ভাগ রয়েছে। এদের মধ্যে এক প্রকারের সেবায়েত বা সেবকরা জ্যোতিষ সেবা দিয়ে থাকেন। 'অবকাশ'-এর সময়ে (সকালে) এই জ্যোতিষ সেবক গর্ভগৃহে দেবতার সামনে ওই দিনের 'তিথি' এবং অন্য জ্যোতিষ সংক্রান্ত বিষয়গুলি জানান। এ ছাড়াও আরও একাধিক কাজ থাকে তাঁর। তিন দেবতার কারও রাশি-নক্ষত্রের দিনে বিশেষ প্রথা মেনে পুজো হয় মন্দিরে।  


তথ্যসূত্র: magazines.odisha.gov.in/Orissareview


ভগবান শিব (Lord Shiva), ভগবান হনুমানের (Lord Hanuman) যেমন প্রিয় রাশি রয়েছে। তেমনই ভগবান জগন্নাথেরও প্রিয় রাশি হয়েছে। শাস্ত্র অনুযায়ী বৃষ রাশি ভগবান জগন্নাথের অত্যন্ত প্রিয়। জগন্নাথদেবের আশীর্বাদে এই রাশির জাতক-জাতিকারা অনেক বাধা সহজেই পেরিয়ে যান।  জগন্নাথ দেবের কৃপা পেয়ে থাকেন কর্কট রাশির জাতকরা। বিশেষ করে চাকরিরতরা অনেক উঁচুপদে উঠতে পারেন। সিংহ রাশির জাতকদের সাহসী, উদ্যমী এবং পরিশ্রমী বলে মনে করা হয়ে থাকে। শাস্ত্রমতে জগন্নাথদেবের প্রিয় রাশির তালিকায় রয়েছে এই রাশিটিও। তুলা রাশির জাতক হলে তাঁর উপর সবসময় সদয় থাকেন জগন্নাথদেব। সাফল্য এবং সম্মান সহজেই পেয়ে থাকেন তাঁরা।


ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: বিমা কভারেজের সঙ্গে বিনিয়োগও! এক প্রিমিয়ামেই জোড়া সুবিধা! কীভাবে?