কলকাতা : কৌশিকী অমাবস্যা। প্রতি বছর এই দিনে দেশের বিভিন্ন শক্তিপীঠে ভক্তদের ঢল নামে। মনে করা হয়, এদিনে মায়ের কাছে প্রার্থনা করলে, তিনি খআলি হাতে ফেরান না। এ বছর ১৫ ভাদ্র রবিবার কৌশিকী অমাবস্যা উদযাপন হবে । সেদিন ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ১ সেপ্টেম্বর । কৌশিকী অমাবস্যর তিথি শুরু ওই দিন ভোর ৫ টা ৭ মিনিট থেকে । তিথি অন্ত ১৭ ভাদ্র মঙ্গলবার ৩ সেপ্টেম্বর, সকাল ৬ টা ৩১ মিনিটে।
কথিত আছে, কৌশিকী রূপেই মহামায়া বধ করেছিলেন দুই দুর্দমনীয় অসুর শুম্ভ - নিশুম্ভকে। বিশেষ এই দিনে তারা মায়ের পুজো দিতে দূর-দূরান্ত থেকে ভিড় করেন অগণিত ভক্ত। শ্রীশ্রীচণ্ডীতে বর্ণিত মহা সরস্বতী দেবীর কাহিনীতে বলা আছে, পুরাকালে একবার শুম্ভ ও নিশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে তিনি তাঁদের বর দেন, কোনও পুরুষ তাঁদের বধ করতে পারবেন না ৷ শুধু কোনও অ-যোনি সম্ভূত নারী তাঁদের বধ করতে পারবেন। অর্থাৎ এমন এক নারী, যিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি, তাঁর হাতেই এই দুই অসুর ভাই-এর মৃত্যু হবে। পৃথিবীতে এমন নারী পাওয়া তো কঠিন। সবাই শিবের কাছে হাজির হলেন।
পার্বতী সতী রূপে দক্ষ যজ্ঞ স্থলে আত্মাহুতি দেন, তার কারণে পরবর্তী জন্মে ওঁর গাত্র বর্ণ কালো মেঘের মতো। তাই ভোলানাথ তাঁকে কালিকা ডাকতেন। শিব সব দেবতাদের সামনেই পার্বতীকে বললেন, “কালিকা তুমি ওদের উদ্ধার করো।” সবার সামনে 'কালী' বলে ডাকায় পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ, অপমানিত হলেন। রাগ করে বসলেন ধ্যানে। মানস সরোবরের ধারে কঠিন তপস্যা করেন। তপস্যান্তে শীতল মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালো পরিত্যাগ করলেন ও পূর্ণিমার চাঁদের মতো গাত্র বর্ণ ধারণ করলেন। ওই কালো কোশিকাগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হয়। ইনি দেবী কৌশিকী। তিনি শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন। তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা।
মহাশ্মশানে আসেন সাধু-সন্ত, তন্ত্রসাধকরা। কিন্তু কী এই কৌশিকী রূপ, কেন এই অমাবস্যা অন্যগুলির থেকে আলাদা। কথিত আছে, এই তিথিতেই তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা। তারাপীঠ মহাশ্মশানের শ্বেত শিমূল গাছের নীচে বসে সাধনা করেন বামদেব। ভক্তকে নিরাশ করেননি মা তারা। দেখা দেন বামদেবকে। সেই থেকে এই দিনে পালিত হয় কৌশিকী অমাবস্যা। যে কোনও শুভ কাজে ব্যবহৃত হয় কুশ। এই দিনে সেই কুশ কাটা হয়। তাই একে কৌশী অমাবস্যাও বলে। বিশেষ পুজো উপলক্ষ্যে তারাপীঠে ভিড় তন্ত্রসাধকদের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সপ্তাহের প্রথম দিনেই ঝুঁকি! সোমবার সাবধানে থাকুন এই রাশির জাতকরা