রাখী বন্ধন ২০২৪: শ্রাবণ পূর্ণিমার দিনে রক্ষা বন্ধনের উত্সব পালিত হয়। এই দিনে বোনেরা তাদের ভাইয়ের কব্জিতে রাখি বা রক্ষাসূত্র বেঁধে তার দীর্ঘায়ু কামনা করে। ভাইরা তাদের বোনদের রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। এ বছর একদিকে যেমন রক্ষাবন্ধনে অনেকগুলি শুভ যোগ তৈরি হচ্ছে, অন্যদিকে রক্ষাবন্ধনের দিনে ভাদ্র কাল হবে। জ্যোতিষশাস্ত্রমতে, এ দিনে রাখী পরালে শুভ-অশুভ প্রভাব পড়তে চলেছে?                                                                   

  



রক্ষাবন্ধনে শুভ যোগ 


হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এবার শ্রাবণ পূর্ণিমা তিথি ১৯ অগাস্ট সোমবার সকাল ০৩:০৪ মিনিট থেকে শুরু হবে এবং ১৯ অগাস্ট রাত ১১:৫৫ মিনিটে শেষ হবে। এভাবে সূর্যোদয়ের তারিখের ওপর ভিত্তি করে ১৯ অগাস্ট পালিত হবে রক্ষাবন্ধন উৎসব। এ বছর রক্ষাবন্ধনে অনেক শুভ ঘটনা ঘটছে। রক্ষাবন্ধনের দিন হল শ্রাবণ সোমবার, এছাড়াও এই দিনে শ্রাবণ পূর্ণিমা উপবাস পালন করা হবে এবং পূর্ণিমা স্নান করা হবে। এছাড়াও, রক্ষাবন্ধনের দিনে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ এবং শোভন যোগ গঠিত হচ্ছে। 


আরও পড়ুন, শনিতেই অস্ত বুধ, ৩ রাশির কেরিয়ারে সাফল্য তুঙ্গে, ব্যবসায় তুমুল লাভ


১৯ অগাস্ট, রক্ষাবন্ধন, ভাদ্র কাল ০৫:৫৩টা থেকে ০১:৩২ মিনিট পর্যন্ত থাকবে। এটি অধিপতির ভাদ্র এবং এই সময়ে রাখী বাঁধা উচিত নয়। 


এছাড়া পঞ্চক শুরু হচ্ছে রক্ষাবন্ধন সন্ধ্যা ৭টা থেকে। সোমবার থেকে শুরু হওয়া পঞ্চককে রাজ পঞ্চক বলা হয় এবং এই পঞ্চকগুলিকে শুভ বলে মনে করা হয়। তাই রাজ পঞ্চকের সঙ্গে রক্ষাবন্ধন পালনে কোনো সমস্যা হবে না। 


২০২৪ সালের রক্ষাবন্ধনে রাখী বাঁধার শুভ সময়


এই বছর, রক্ষাবন্ধনে রাখী বাঁধার শুভ সময় হবে ১৯ অগস্ট দুপুর ০১:৩২টা থেকে ০৯:০৮টা পর্যন্ত। 



ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে