মাঘ মাসে সূর্য যখন মকর রাশিতে আসে তখন সেই তিথিকে বলে মকর সংক্রান্তি। পৌষ মাসের শেষ দিন এই বিশেষ তিথি। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষ মাহাত্ম্য রাখে এই তিথি। এই তিথির সঙ্গেই জড়িয়ে কুম্ভ স্নান। দলে দলে ভক্তগণ প্রয়াগরাজে যান গঙ্গাস্নানের পুণ্য অর্জন করতে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস এদিন, দেবতা, দানব, কিন্নর, মানব সবাই গঙ্গাস্নানের পুণ্যলাভ করতে চান। ত্রিবেণীসঙ্গমে এদিন তাই ভক্তদের উপচে পড়ে ভিড়।
সাধারণ কুম্ভমেলা প্রতি চার বছর অন্তর আয়োজিত হয়৷। প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগে অর্ধকুম্ভ আয়োজিত হয়৷। প্রতি বারো বছর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জ্বয়িনী ও নাসিকে আয়োজিত হয় পূর্ণকুম্ভ৷ হিন্দুমতে, এই পুণ্যলগ্নে গঙ্গায় পুণ্যস্নান করলে পাপ মোচন হয়৷ সেই লক্ষ্যেই প্রয়াগে এত মানুষের সমাগম৷ এদিন, ভোর হতে না হতেই গঙ্গাস্নান শুরু করে দেন পুণ্যার্থীরা৷ সারাদেশ এমনকী বিশ্বের নানা প্রাপ্ত থেকে বহু মানুষ যোগ দেন কুম্ভমেলায়৷
ইতিমধ্যেই ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। কুম্ভস্নানকে মানবতার অবিচ্ছেদ্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। দক্ষিণ কোরিয়ার জেজুতে ইউনেস্কোর বিশেষজ্ঞ কমিটির এক বৈঠকে ২০২৭ সালে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কুম্ভস্নান এবং তার সঙ্গে আয়োজিত মেলাকে বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ ভক্ত সমাগত হিসেবে চিহ্নিত করা হয় সেখানে।
কুম্ভস্নানের সঙ্গে কেন জড়িয়ে আছে প্রয়াগরাজ ? সমুদ্র মন্থনের গল্প সকলের শোনা। কথিত আছে, সমুদ্র মন্থনের পর দেব-বৈদ্য ধন্বন্তরি উঠে আসেন অমৃত-কুম্ভ নিয়ে। দেবতারা সেই অমৃত নিজেদের হাতছাড়া করতে চাননি। অসুররা সেই অমৃত পেলে ঘটে যেত অনর্থ। অমৃতে ভরা কুম্ভ যাতে দেবতাদের হাতছাড়া না হয়, তার ভার পরে ইন্দ্রপুত্র জয়ন্তের উপর । তিনি অমৃত ভরা কুম্ভ নিয়ে ছুটতে থাকেন। ছুটতে ছুটতে এসে তিনি নাকি একটু জিরিয়ে নিয়েছিলেন। কথিত আছে, কুম্ভ নিয়ে পালানোর সময় ইন্দ্রপুত্র জয়ন্ত হরিদ্বার, প্রয়াগ, নাসিক আর উজ্জয়িনীতে বিরতি নিয়েছিলেন। অমৃত কুম্ভ নামিয়ে রেখে এই জায়গাগুলিতে বিশ্রাম নিয়েছিলেন বলেই এই জায়গাগুলির আলাদা মাহাত্ম্য আছে। আর কুম্ভ নামানোর সময় কয়েক ফোঁটা নাকি পড়ে গিয়েছিল হরিদ্বার ও প্রয়াগে। তাই এই দুই দেবস্থানের মাহাত্ম্যই আলাদা। তাই এখানে কুম্ভ স্নান করেন পুণ্যকামীরা।
কথিত আছে, সহস্র অশ্বমেধ যজ্ঞ ও শত বাজপেয় যজ্ঞ করলে যে ফল মেলে, এ ছাড়াও আরও অনেক পুণ্যের যোগফল একবার কুম্ভস্নান।
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।