কলকাতা: 'স্বল্পেই তুষ্ট' হন দেবাদিদেব। তাঁর পুজোয় উপকরণও খুব সীমিত থাকে। নীলকন্ঠ-ধুতুরা-বেলপাতা, শিবকে পুজো নিবেদন করতে প্রয়োজন শুধু এই উপাদানগুলির। তাই-ই নয়, শাস্ত্রজ্ঞরা জানাচ্ছেন, শঙ্কর ভগবান কিন্তু অজান্তে পুজো করলেও সেই পুজোও গ্রহণ করেন।
সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা আকাদেমির অধ্যক্ষ ডঃ জয়ন্ত কুশারী এ প্রসঙ্গে এবিপি লাইভকে জানান, শিবের চাহিদা খুব কম। তিনি বাঙালির ভোলেভালা ভোলেবাবা, আত্মভোলা, কিছুটা উদাসীন। তাই কোনও ভক্ত যদি নিজের অজান্তেও শিবপুজোয় অংশ নেন বা শিবের মাথায় জল ঢালেন, সে পুণ্য অনেক। কারণ পুজো বিধিতেই রয়েছে, গঙ্গাসম তীর্থ, অশ্বমেধসম যজ্ঞ আর শিবরাত্রিসম ব্রতর মতো বিশেষ কাজ আর হয় না'।
কিন্তু শিবরাত্রিতে চার প্রহরে কেন পুজো হয়? কী গুরুত্ব?
ডঃ জয়ন্ত কুশারীর মতে, 'প্রহর বলতে ২৪ ঘণ্টা বোঝানো হয়। সুর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত সময়কাল ধরা হয়। চার প্রহরের অর্থ- ৩ ঘণ্টা করে। শিবরাত্রি কিন্তু পুজো নয় তাই, বরং ব্রত। তাই প্রতি প্রহরে শিবকে পুজো নিবেদনের কথা বলা হয়। তবে জেনে বা অজান্তে কেউ পুজো নিবেদন করলেও তুষ্ট হন মহাদেব। যেমন সেই ব্যাধের কাহিনী। সেদিন ছিল শিবচতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি। আর ব্যাধও ছিল উপবাসী। যে গাছে ব্যাধ আশ্রয় নিয়েছিল সেই গাছটি ছিল বেলগাছ। আর সেই গাছের নিচে ছিল একটি শিবলিঙ্গ। ব্যাধের হাত লেগে শিশির জলে ভেজা কয়েকটি বেলপাতা খসে পড়ে ঐ শিবলিঙ্গের মাথার উপর। তার ফেলা বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে এর ফলে তার অজান্তেই শিবচতুর্দশী ব্রতের ফল লাভ হয়। এও বলা হয় যিনি শিবচতুর্দশী ব্রত পালন করে তার উপর যমের কোনো অধিকার থাকে না। তার মুক্তিলাভ ঘটে।'
এ বছর কোন সময় চার প্রহরের পুজো শুরু?
শিবরাত্রিতে প্রতিটি প্রহরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেনে চলেন শৈবভক্তরা। এবারের প্রথম প্রহরের সময় পড়েছে সন্ধ্যে ৬.২৫ মিনিট থেকে ৯.২৮ মিনিট পর্যন্ত। প্রথম প্রহরে জল ও দুধ নিবেদন করুন।
দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত ৯.২৮ মিনিট থেকে রাত ১২.৩১ মিনিট পর্যন্ত। এই প্রহরে জল এবং দই নিবেদন করা হয়।
তৃতীয় প্রহর শুরু হচ্ছে রাত ১২.২১ মিনিট থেকে ৩.৩৪ মিনিট পর্যন্ত। এই সময় ঘি এবং জল নিবেদন করা হয় ভোলেনাথকে।
চতুর্থ এবং শেষ প্রহরকে বিশেষ মানা হয়। এটিকে ব্রহ্ম মুহূর্তও বলা হয়ে থাকে। ৯ তারিখ ৩.৩৪ মিনিট থেকে ভোর ৬.৩৫ মিনিট পর্যন্ত থাকবে। এই সময় মধু এবং জল প্রথমে নিবেদন করা হয়। তাছাড়াও বেল পাতা, ১০৮ বার ওম নমঃ শিবায় মন্ত্রপাঠ, ১০৮ বার মৃত্যুঞ্জয় মন্ত্র, এরপর ধ্যান করতে পারেন।
প্রহর অনুযায়ী পুজো বিধি
প্রথম প্রহরে দুধ দিয়ে স্নানের নিয়ম রয়েছে। মন্ত্র - ইদং স্নানীয়দুগ্ধং ওঁ হৌঁ ঈশানায় নমঃ।
অর্ঘ্যদান মন্ত্র- ওঁ শিবরাত্রিব্রতং দেব পূজাজপরায়ণঃ। করোমি বিধিবদ্দত্তং গৃহাণার্ঘ্যং মহেশ্বর।। - নম শিবায় নমঃ মন্ত্রে অর্ঘ্য দিতে হবে।
দ্বিতীয় প্রহরে দধি দিয়ে স্নানের নিয়ম মন্ত্র - ইদং স্নানীয়ং দধি ওঁ হৌঁ অঘোরায় নমঃ।
অর্ঘ্যদান মন্ত্র- ওঁ নমঃ শিবায় শান্তায় সর্ব্বপাপহরায় চ। শিবরাত্রৌ দদামর্ঘ্যং প্রসীদ উময়া সহ। - নম শিবায় নমঃ মন্ত্রে অর্ঘ্য দিতে হবে।
তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নানের নিয়ম মন্ত্র - ইদং স্নানীয়ং ঘৃতং ওঁ হৌঁ বামদেবায় নমঃ।
অর্ঘ্যদান মন্ত্র- ওঁ দুঃখদারিদ্র্য-শোকেন দগ্ধোহহং পার্বতীশ্বর। শিবরাত্রৌ দদামর্ঘ্যং, উমাকান্ত গৃহাণ মে।।
চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নানের নিয়ম মন্ত্র - ইদং স্নানীয়ং মধু হৌঁ সদ্যোজাতায় নম।
অর্ঘ্যদান মন্ত্র- ওঁ ময়া কৃতান্যনেকানি পাপানি হর শঙ্কর। শিবরাত্রৌ দদামর্ঘ্যমুমাকান্ত গৃহাণ মে।
ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভের কোনও ধরনের বিশ্বাস, তথ্যের উপর সম্পাদকীয় কোনও মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে