মহাশিবরাত্রিতে রাতের চারটি প্রহরে পূজার বিধান রয়েছে। দিনের বেলাও পুজো করে থাকেন ভক্তেরা। বিশ্বাস, মহাদেবকে শ্রদ্ধা সহকারে এক পাত্র বিশুদ্ধ জলও অর্পণ করা হলে তিনি প্রসন্ন হন। মহাশিবরাত্রিতে তাঁর বিশেষ পূজার বিধানও রয়েছে। ভক্তরা এই দিনটিতে ভগবানকে তাঁর প্রিয় জিনিসগুলি অর্পণ করেন ও মনোকামনা পূরণের আশীর্বাদ পান।
হিন্দুধর্মে সকল দেব-দেবীর পূজায় ফুল-ফল ইত্যাদি অর্পণের বিধান রয়েছে। বিশ্বাস করা হয়, বিশেষ পূজায় বিশেষ ফুল অর্পণ করলে ভগবান প্রসন্ন হন এবং দ্রুত তাঁর কৃপা বর্ষণ করেন। একইভাবে মহাশিবরাত্রির দিনেও ভগবান শিবকে প্রসন্ন করার জন্য ভক্তরা ফুল-মালা অর্পণ করে থাকেন। তবে মনে করা হয়, কিছু ফুল ভগবান শিবের অতিপ্রিয়, সেখানে কিছু এমনও ফুল আছে যা মহাদেবের পছন্দ নয়, যদি আপনি এই ফুলগুলি অর্পণ করেন, তবে মহাদেব রাগান্বিত হবেন। দেখে নেওয়া যাক, মহাশিবরাত্রিতে মহাদেবকে কোন ফুল অর্পণ করবেন এবং কোনটি করবেন না।
মহাদেবের প্রিয় ফুল (Lord Shiva Favourite Flowers)
জ্যোতিষাচার্য অণীশ ব্যাস এবিপি লাইভ হিন্দিকে ফুলগুলি সম্পর্কে জানিয়েছেন, যা দেবাদিদেব শিবকে অর্পণ করা শুভ বলে মনে করা হয়। আসুন জেনে নেওয়া যাক মহাশিবরাত্রিতে কোন ফুল অর্পণ করলে মহাদেব প্রসন্ন হবেন।
- কলকে ফুল- শিবঠাকুরের পূজায় কলকে ফুল অর্পণ করা শুভ। বিশ্বাস করা হয় যে সাদা এবং লাল রঙের কলকে ফুল অর্পণ করলে ভগবান শিব প্রসন্ন হন।
- আকন্দ ফুল- শিবলিঙ্গে আকন্দ ফুল অর্পণ করলে মনের ইচ্ছা পূর্ণ হয়। তাই মহাশিবরাত্রির পূজায় ভগবান শিবকে আকন্দ ফুল অবশ্যই অর্পণ করুন।
- শমি ফুল- মনে করা হয়, শমি পাতা বেলপাতার মতো মহাদেবের প্রিয়। একইভাবে শমির ফুলও ভগবানকে অর্পণ করতে পারেন। মনোকামনা পূর্ণ হয়।
- ধুতুরা ফুল- ভগবান শিবের প্রিয় জিনিসগুলির মধ্যে ধুতুরা ফুলও একটি। বিশ্বাস করা হয়, শিবলিঙ্গে শ্রদ্ধা সহকারে ধুতুরার ফুল অর্পণ করলে পুণ্য মেলে। পাপ ক্ষয় হয়।
ভগবান শিবের অপছন্দের ফুল
জ্যোতিষাচার্য অণীশ ব্যাসের মতানুযায়ী, শিবের পূজায় বেশকিছু ফুল অর্পণ করা উচিত নয়।
- কাঁটা ফুল- শুধু ধুতুরা ছাড়া ভগবান শিবকে কোনও কাঁটাযুক্ত ফুল অর্পণ করা উচিত নয়। করলে ঘরে-পরিবারে কলহ-ক্লেশ সৃষ্টি হয়।
- পদ্ম ফুল- পদ্মফুলও ভগবান শিবকে অর্পণ করা উচিত নয়। পদ্মফুল আপনি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন। কিন্তু শিবলিঙ্গে ভুল করেও এই ফুল রাখবেন না।
- বাসি ফুল- পূজাপাঠে কখনও যে কোনও বাসি ফুল ব্যবহার করা উচিত নয়। একইভাবে শিবরাত্রির পূজাতেও বাসি ফুল অর্পণ করবেন না।
- সূর্যমুখীর ফুল- শিবলিঙ্গে সূর্যমুখীর ফুল অর্পণ করার ব্যাপারেও কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। কারণ এটিকে রাজকীয় ফুল বলে মনে করা হয় এবং যার সঙ্গে রাজকীয় রূপের সম্পর্ক থাকে, সেই সকল জিনিস শিবপূজায় ব্যবহার করা হয় না।
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।