কলকাতা: আগামীকাল থেকে শুরু চৈত্র নবরাত্রি(Navratri)। নয় দিনের উৎসব। দেবী দুর্গা (Devi Durga) নয়টি রূপে পূজিত হবেন। এই নয়টি রূপ হল, শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুশমণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। নবরাত্রির প্রথম দিন মা শৈলপুত্রীর পুজো হয়। শৈলপুত্রী অর্থাৎ পর্বত-কন্যা। পর্বত রাজ হিমালয়ের কন্যা রূপে এদিন পুজো করা হয় দেবীকে।
শৈলপুত্রীর রূপ
মা শৈলপুত্রী শ্বেতবস্ত্র পরিহিতা। শৈলপুত্রীর বাহন নন্দী । মায়ের ডান হাতে একটি ত্রিশূল এবং বাম হাতে একটি পদ্ম রয়েছে। মায়ের এই রূপটি একদিকে স্নেহ, মমতা, স্নেহ এবং ধৈর্যের প্রতীক। অনেকে মনে করেন, নবরাত্রির প্রথম দিনে রীতি অনুসারে শৈলপুত্রীর আরাধনা করলে মনের মতো জীবনসঙ্গী মেলে। সংসারে শান্তি থাকে। যশ ও মোক্ষ লাভ করা যায়। নবরাত্রির প্রথম দিনে সকালে ঘুম থেকে উঠে স্নান করে দেবীর ধ্যান করার সময় কলশ স্থাপন করতে হয়। এর পর মা শৈলপুত্রীর মূর্তি স্থাপন করে পুজো করতে হয়। মা শৈলপুত্রীকে নিবেদন করতে হয় কুমকুম এবং অক্ষত । মা শৈলপুত্রীর মন্ত্রগুলি জপ করুন। এরপর মা শৈলপুত্রীকে সাদা রঙের ফুল নিবেদন করে পুজো করতে হয়। মা শৈলপুত্রীর আরতি আরতি করে ফল ও নৈবেদ্য নিবেদন করা হয়।
৯ এপ্রিল, মঙ্গলবার, প্রতিপদে ঘটস্থাপনা, চন্দ্র দর্শন ও শৈলপুত্রী পূজা।
১০ এপ্রিল, বুধবার, দ্বিতীয়া ব্রহ্মচারিণী পূজা
১১ এপ্রিল, বৃহস্পতিবার, তৃতীয়া, গৌরী পূজা, সৌভাগ্য তীজ, চন্দ্রঘন্টা পূজা
১২ এপ্রিল, শুক্রবার, চতুর্থী, কুষ্মাণ্ড পূজা, বিনায়ক চতুর্থী পূজা
১৩ এপ্রিল, লক্ষ্মী পঞ্চমী, শনিবার পঞ্চমী নাগ পূজা, স্কন্দমাতা পূজা
১৪ এপ্রিল, রবিবার, যমুনা ছট, কাত্যায়নী পূজা
১৫ এপ্রিল, সোমবার, মহা সপ্তমী, কালরাত্রি পূজা
১৬ এপ্রিল, মঙ্গলবার, অষ্টমী, দুর্গা অষ্টমী, মহাগৌরী পূজা , অন্নপূর্ণা অষ্টমী, সন্ধি পূজা
১৭ এপ্রিল, বুধবার, নবমী, রাম নবমী, নবরাত্রি পারণ
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন :
আজ অমাবস্যা কাটলেই নবরাত্রি শুরু, মা দুর্গার কৃপায় কোন কোন রাশির কপালে সৌভাগ্যের জোয়ার?