কেদারনাথ ধাম: সনাতন ধর্মে ভারতের কেদারনাথ মন্দিরের (Kedarnath Temple) মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। দেশের অন্যতম পবিত্র স্থান হিসেবে এর গুরুত্ব প্রাচীনকাল থেকে মান্যতা পেয়ে আসছে। দেবাদিদেব মহাদেবের ১২টি জ্যোর্তিলিঙ্গের (Jyotirlingas) মধ্যেও স্থান রয়েছে এই মন্দিরে পূজিত হওয়া মহাদেবের। তাই প্রতিবছর দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ ছুটে আসেন উত্তরাখণ্ডের এই পবিত্র স্থানে। তবে দুর্গম পরিস্থিতির কারণে শীতের সময় চারিদিকে যখন বরফ পড়ে তাপমাত্রা মাইনাসের নিচে চলে যায় তখন বন্ধ হয়ে যায় এই পবিত্র মন্দিরের দরজা। আর গরমের শুরুতে তা খোলা হয়। মন্দির খোলা ও বন্ধের সময়ের দিকে তাই উদগ্রীব হয়ে নজর রাখেন মহাদেবের ভক্তরা।


২০২৪ সালে এই পবিত্র মন্দিরের দরজা খোলার দিন (Kedarnath Temple 2024 Opening date) ঘোষণা করা হয়েছে কেদারনাথ ধাম মন্দির ট্রাস্টের তরফে। তাদের ঘোষণা থেকে জানা গেছে, ২০২৪ সালে অর্থাৎ এবছর পবিত্র কেদারনাথ ধামের দরজা খোলা হবে আগামী ১০ মে। ওই দিন আনুমানিক সকাল সাড়ে ৬টার সময় মন্দিরের দরজা খোলার পর বিশেষ পুজো সম্পন্ন করে পবিত্র এই স্থান খুলে দেওয়া হবে সনাতন ধর্মাবলম্বী মহাদেবের ভক্তদের জন্য। মহাশিবরাত্রির দিন ট্রাস্টের তরফে ২০২৪ সালে এই মন্দিরের দরজা খোলার বিষয়ে ইতিমধ্যে ঘোষণাও করা হয়েছে। উখিমঠের ওমকারেশ্বর মন্দিরের পুরোহিতদের সিদ্ধান্ত অনুযায়ী কেদারনাথ মন্দিরের দরজা খোলার ওই দিনটি নির্দিষ্ট করা প্রতিবছরই।


তাদের তরফে আরও জানানো হয়েছে, মে মাসের ৫ তারিখে উখিমঠে অবস্থিত পঞ্চকেদারের অন্তর্গত শ্রী ওমকারেশ্বর মন্দিরে থাকা বাবা কেদারনাথের পঞ্চমুখী মূর্তিকে পুজো করার মধ্যে দিয়ে এই বছরে কেদারনাথ মন্দির খোলা ও মূর্তির পুজো-আর্চনার শুভারম্ভ হবে। তারপর সেখান থেকে পদব্রজে মূর্তিকে মহাসমারোহে নিয়ে যাওয়ার যাত্রা শুরু হবে কেদারনাথ ধানের উদ্দেশে। বিভিন্ন স্থানে দাঁড়াতে দাঁড়াতে যাওয়ার পর ৯ মে পবিত্র পঞ্চমূখী মহাদেবের মূর্তিকে নিয়ে শোভাযাত্রা গিয়ে পৌঁছবে নিজের গন্তব্যের কয়েক কিলোমিটার আগে থাকা গৌরীকুণ্ড। আর যাত্রা পথে এই মূর্তিকে নিয়ে শুরু হওয়া শোভাযাত্রা ছুঁয়ে যাবে গুপ্তকাশী ও ফাটা। ৯ তারিখে গৌরীকুণ্ড থেকে রওনা হওয়ার ৯ মে-এর সন্ধেবেলা কেদারনাথের পঞ্চমুখী ভোগমূর্তি গিয়ে পৌঁছবে কেদারনাথ মন্দিরে।


তারপর ১০ মে অর্থাৎ অক্ষয় তৃতীয়র পবিত্রে তিথিতে সকাল সাড়ে ৬টার সময় বিশেষ পুজো সম্পন্ন হওয়ার পর মন্দিরের দরজা খুলে দেওয়া হবে সাধারণ ভক্তদের জন্য। ট্রাস্টের তরফে আর ও জানানো হয়েছে প্রতি বছরের মতো এবারও পবিত্র এই মন্দিরের দরজা বন্ধ হবে দীপাবলির পরদিন ভাইফোঁটার দিন। এই বছর সেই দিনটি পড়ে নভেম্বর মাসের ২০ তারিখে। ওই দিনও বিশেষ পুজোর পর এবছরের মতো বন্ধ হবে মন্দিরের দরজা।  


আরও পড়ুন: সামনেই রামনবমী, বিরাট মেলার আয়োজন অযোধ্যায়, ভিড় সামলাতে ২৪ ঘণ্টাই খোলা মন্দির?