অযোধ্যা: ৯ এপ্রিল থেকে চৈত্র নবরাত্রির সূচনা। এই চৈত্র নবরাত্রির মাঝেই বাংলার বাসন্তি পুজো অর্থাৎ আদি দুর্গাপুজো। এই বাসন্তি পুজোর অষ্টমীতেই পালিত হয় অন্নপূর্ণা পুজো। আর তার পরদিন নবমীতে পালন হয় রামনবমী। অর্থাৎ শ্রী রামের জন্মোৎসব। সারা দেশ জুড়ে প্রতি বছর রামনবমী পালন হয়। তবে এবার রামনবমীর দিন সারা ভারতের অনেকেরই মন থাকবে অযোধ্যায়। প্রায় ৫০০ বছর পর সরযূর পাড়ে মন্দিরগর্ভে এভাবে পূজিত হবেন রামলালা। অযোধ্যার রাম মন্দিরে অভিষেক হয়েছে বালক-রামের। ২০২৪ সালের ২২ জানুয়ারি মন্দিরের দরজা খুলে গিয়েছে সর্বসাধারণের জন্য।
পঞ্জিকা অনুসারে আগামী ১৭ এপ্রিল রাম নবমী এবং দুর্গা নবমী পালিত হবে। রাম জন্মোৎসবের জন্য সেজে উঠেছে অযোধ্যা। রাম মন্দিরে চলছে রাজসূয় যজ্ঞের মতো আয়োজন। ৫০০ বছর পর প্রথমবার রাম মন্দিরে রাম চন্দ্রের জন্মোৎসব পালন হবে। পুরোহিতদের মতে, এবারের প্রস্তুতি প্রায় প্রাণপ্রতিষ্ঠার মতোই বড় মাপের। সূত্রের খবর, ১৭ এপ্রিল রাম নবমী উপলক্ষে রাম মন্দিরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ অনুষ্ঠানে দেশের নাম করা উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পীরা পরিবেশন করবেন। রামের মন্দির সেজে উঠবে বিশেষ সাজে।জি নিউজ সূত্রের খবর, ৫০ কুইন্টাল দেশি ও বিদেশি ফুল দিয়ে সাজানো হবে মন্দির।
যাঁরা অযোধ্যায় রাম দর্শনে যান, তাঁরা অবশ্যই কনক ভবন ও হনুমানগড়ী দর্শন করেন। মন্দিরের পুরোহিত সূত্রে খবর, মন্দরের গর্ভগৃহ তো বটেই গোটা এলাকাই নয়নাভিরাম সাজে সেজে উঠবে। ফুলের সমারোহ থাকবে অযোধ্যা জুড়েষ গাঁদা গোলাপের মতো সাধারণ ফুল তো বটেই, বিদেশি নানা ফুলও ব্যবহার করা হবে সাজানোর কাজে। ফুলের সাজে সেজে উঠবে প্রবেশ দ্বার, মন্দিরের রাস্তা। রাম মন্দিরের পাশাপাশি কনক ভবন ও হনুমানগড়ীও সেজে উঠবে।
শ্রী রামচন্দ্র সূর্যবংশে জন্ম নেন। পরবর্তীকালে রাজা রঘুর নামানুসারে রঘুবংশ নামেও পরিচিত ছিলেন দশরথের বংশধরেররা। রাম জন্মোৎসব উপলক্ষে তাই ১৭ এপ্রিল দুপুর ১২টায় সূর্যের রশ্মি দিয়ে রাম লালার তিলক আঁকা হবে বলে খবর। সেই সূর্যের রশ্মি রামলালার মুখকে আলোকিত করবে। জি নিউজ সূত্রের খবর, এই সূর্য তিলক হবে ৭৫ মিমি। এই তিলক অনুষ্ঠান সম্প্রচারিত হবে সরাসরি বিভিন্ন জায়ান্ট স্ক্রিনে। যাঁরা রাম মন্দিরে আসতে পারবেন না, তাদের জন্য প্রসার ভারতী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। একই সঙ্গে নগরীতে শতাধিক এলইডি টিভি বসানো হচ্ছে। লাইভ টেলিকাস্টের মাধ্যমে রাম ভক্তরা ঘরে বসেই রাম লালার দরবার দর্শন করতে পারবেন। মন্দিরের তরফে জানানো হয়েছে, ভক্তদের গরম থেকে রক্ষা করতে ৬০০ মিটার দীর্ঘ চাঁদোয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই সময় মেঝে গরম হয়ে যাচ্ছে সত্ত্বর। তাই এলাকা জুড়ে বিএছাড়া অর্ধশতাধিক স্থানে পানীয় জল ও ওআরএস পাউডারের ব্যবস্থা করা হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।