অর্ণব মুখোপাধ্যায়, হুগলি : পুরীকে ( Puri Rath Yatra ) ঘিরে রয়েছে ইতিহাস, মানুষের বিশ্বাস আর কিংবদন্তি। নীলাচল যেন পরতে পরতে রহস্যে মোড়া। নানা গল্প মহাপ্রভুর এই ধামকে ঘিরে। আর সবথেকে বেশি বোধ হয় রহস্যে ঢাকা  পুরী জগন্নাথ ( Puri Jagannath Temple ) মন্দিরের রত্ন ভাণ্ডার ! সেই রত্ন ভাণ্ডার এবার খুলে দেওয়া হবে। সেই সঙ্গে হয়ত উন্মোচিত হবে অনেক সত্যি। সত্যিই কী কী ধন - রত্ন লুকিয়ে রয়েছে মন্দিরের রত্নভাণ্ডারে ( Puri Mandir Ratnabhandar ) ? এবার রহস্যের আড়াল থেকে বেরিয়ে আসবে সত্যিকারের ছবি। উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ৷ তার জন্য গঠন করেছে একটি উচ্চপর্যায়ের কমিটি। 


পুরীর এই  রত্নভাণ্ডার নিয়ে নানা বিষ্ময়কর বিশ্বাস রয়েছে।  ভক্তদের বিশ্বাস, পুরীর জগন্নাথ মন্দিরে রত্ন ভাণ্ডারে যা সম্পত্তি রয়েছে, তা দেশ-বিদেশের কোথাও নেই। মনে করা হয়, পুরীর রত্নভাণ্ডারে এমন সব মণিমাণিক্য আছে, যার দিকে তাকালেই নাকি চোখে ঝিলমিল লেগে যায়। নীলাচলবাসীর বিশ্বাস মহাপ্রভুর বিপুল ঐশ্বর্যর পাহারায় রয়েছে বিষধর। সব কৌতুহল নিরসন হওয়া সম্ভব শুধু মাত্র তালা খোলা গেলেই। 


রথযাত্রা উৎসবের মধ্যে কবে খুলছে পুরীর মন্দিরের রত্নভাণ্ডার? জানা যাবে আজই। রত্নভাণ্ডার নিয়ে বৈঠকে বসেছে নবগঠিত কমিটি। বৈদুর্যমণি, নীলকণ্ঠমণি-সহ একাধিক মূল্যবান রত্ন রয়েছে জগন্নাথধামের ভাণ্ডারে, দাবি পাণ্ডাদের।  


কমিটি বৈঠক করে ঠিক করেছে , তালা খোলা হবে শিগগিরিই। চাবি দিয়ে যদি রত্নভাণ্ডার উন্মোচিত না হয়, তাহলে তালা ভেঙে ঢোকা হবে সেই কক্ষে।  আদতে কী রয়েছে এই রত্ন ভাণ্ডারে তাহলেই তো জানা সম্ভব। ওড়িশা হাইকোর্টের নির্দেশ মেনে এই প্যানেল গঠন করা হয়েছে। ওড়িশা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ রথের নেতৃত্বে  ১৬ সদস্যের নতুন কমিটি আগামী শনিবারই রত্নভাণ্ডার খোলার তারিখ ঠিক করবে।  কমিটি চাইছে, রথযাত্রা উপলক্ষ্যে জগন্নাথদেব যে কদিন মন্দিরের বাইরে থাকবেন, তারই মধ্যে এই কাজ সারা হবে। এর ভিতরে মূল্যবান জিনিসপত্রের তালিকাও তৈরি করা হবে । 


গত বছর রত্নভাণ্ডারের সুরক্ষার বিষয়ে বিজেপি নেতা সমীর মোহান্তি একটি মামলা দায়ের করেন। সেই জনস্বার্থ মামলার শুনানিতে হাইকোর্ট সরকারকে একটি উচ্চ-স্তরের কমিটি গঠনের নির্দেশ দেয়। তারপরই এই উদ্যোগ। 


আরও পড়ুন : 


এই বিশেষ দিনেই মাহেশে জগন্নাথ পরেন রুপোর হাত, দর্শনে কী ফল মেলে ?