কলকাতা: প্রতি বছর শ্রাবণ মাসের (Shravan Month) পূর্ণিমা (Purnima) তিথিতে রাখী বন্ধন (Rakhi Bandhan) উৎসব পালিত হয়। কিন্তু এবছর ভাদ্র মাসে পড়েছে এই তিথি। বাংলা পঞ্জিকা মতে ১২ এবং ১৩ ভাদ্র রাখী পূর্ণিমা তিথি পড়েছে।
যদিও কোন দিনে রাখী পূর্ণিমা পালন করা হবে তা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। এবছর পূর্ণিমা তিথি পড়েছে- ৩০ অগাস্ট ১০। ২৭ মিনিটের পর পূর্ণিমা আরম্ভ। ৩১ অগাস্ট, বৃহস্পতিবার, সকাল ০৭। ৫৯ মিনিট পর্যন্ত। এরপর কৃষ্ণ প্রতিপদ শুরু। এইদিনে রাত ৮। ১৮ মিনিট পর্যন্ত থাকবে শতভিষা নক্ষত্রের প্রভাব। এরপর পূর্বভাদ্রপদ নক্ষত্রের গমন শুরু হবে। রয়েছে সুকর্মাযোগও।
অন্যদিকে, পঞ্চাঙ্গ অনুসারে, শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি ৩০ অগস্ট সকাল ১০.৫৮ মিনিটে শুরু হচ্ছে। শেষ হবে ৩১ আগস্ট সকাল ৭.০৫ মিনিটে। ভাদ্র পূর্ণিমা তিথির শুরু থেকে ৩০ আগস্ট অর্থাৎ সকাল ১০:৫৮ থেকে এবং রাত ০৯:০১ পর্যন্ত।
হিন্দু ধর্মে বিশ্বাস আছে শ্রাবণের পূর্ণিমা তিথিতে ভাদ্রের ছায়া থাকলে ভাদ্রকাল পর্যন্ত রাখি বাঁধা যায় না। পঞ্জিকা মতে, রাখী বাঁধার শুভ সময় ৩০ অগাস্ট- সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত। ৩১ অগাস্ট সূর্যোদয় থেকে সকাল ০৭.০৫ মিনিট পর্যন্ত।
পৌরাণিক বিশ্বাসে বলা হয় যে, ভাদ্র সময়ের মধ্যেই শূর্পণখা তাঁর ভাই রাবণকে রাখী বেঁধেছিলেন। এর ফলে রাবণের সম্পূর্ণ পরিবারটাই বিনষ্ট হয়ে গিয়েছিল। তাই ভাদ্রকালে রাখী বাঁধা উচিত নয় বলে বিশ্বাস করা হয়। এমনও বিশ্বাস করা হয় যে ভাদ্রের ছায়ায় রাখী বাঁধলে ভাইয়ের আয়ু কমে যায়।
আরও পড়ুন, 'কামনাই সর্বপাপের মূল', অহঙ্কার বর্জন করে জীবনে শ্রেষ্ঠত্বের পথ দেখিয়েছিলেন শ্রীকৃষ্ণ
ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।