অযোধ্যা:  মন্দির প্রতিষ্ঠার পর এবার প্রথম রামলালার রামনবমী পালন। সারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আজ অযোধ্যামুখী। রামনবমীর বিশেষ মেলা শুরু হয়েছে নবরাত্রির শুরুর দিন থেকেই। তখন থেকেই সরযূর পাড়ে লক্ষ লক্ষ অনুরাগীর সমাবেশ। রামনবমীর ভোরে বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের সাক্ষী থাকলেন ভক্তরা। ছোট্ট রামলালার মূর্তিকে সাদা ধুতে পরিয়ে দুধ দিয়ে স্নান করালেন পুরোহিতরা। উচ্চারিত হয় মন্ত্র। এই অনুষ্ঠানের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 






 এদিন সকলের নজর থাকবে দুপুর ১২ টার সময় সূর্যতিলক অভিষেকের দিকে। বৈজ্ঞানিকদের অক্লান্ত পরিশ্রম ও প্রযুক্তির আশীর্বাদে সূর্যের আলোকে ঠিক দুপুর ১২ টায় প্রতিফলিত করা হবে রাম লালার ভ্রু-যুগলের মাঝে। সূর্যদেব তিলক আঁকবেন শিশু-রামের ললাটে। এ বছরই প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছে রাম মন্দিরের তরফে। সূত্রের খবর এরপর প্রতিবছরই রামনবমীতে সূর্য তিলক হবে রামলালার। ইতিমধ্যেই পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে বিষয়টি। রামনবমীতে ভিড় সামলাতে অতিরিক্ত সারি করে ভক্তদের দর্শনের সুযোগ করে দেওয়া হচ্ছে। আর পুরো বিষয়টি যেন সুশৃঙ্খল ভাবে হয়, তার জন্য তৎপর প্রশাসন। বহু পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে মন্দির ও ভক্তদের সুরক্ষার স্বার্থে। এদিন দর্শনের সময়ও বাড়ানো হয়েছে। আজ মাত্র ৪ ঘণ্টাই বিশ্রাম পাবেন রামলালা।


আজ আর কী কী ব্যবস্থা ?



  •  ১৬, ১৭ এবং ১৮ এপ্রিল মন্দির ২০ ঘন্টা করে দর্শনের জন্য খোলা থাকবে রামলালার দরজা।

  • এবার বিরাট সংখ্যক ভক্তের আগমন ঘটতে পারে মন্দিরে।  প্রত্যাশিত ভক্তের সংখ্যা বিবেচনা করে ট্রাস্টের তরফে সাতটি সারি করে দর্শকদের দাঁড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। 

  • রাম নবমী উপলক্ষে প্রায় ৪০ লক্ষ ভক্ত আসতে পারেন। নয়া ঘাট জোন, নাগেশ্বরনাথ জোন, হনুমানগড়ী মন্দির জোন, কনক ভবন মন্দির জোনে যথাযথ নিরাপত্তা  নিয়ে জেলা ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

  • পুলিশ ছাড়াও, স্বাস্থ্য বিভাগ, অযোধ্যা পৌর কর্পোরেশন এবং শহরের বিদ্যুৎ বিভাগকেও সতর্ক করা হয়েছে, যাতে সমস্ত বিভাগ যথাযথভাবে দায়িত্ব পালন করে।

  • রাম নবমী উপলক্ষে রাম মন্দিরে প্রসাদ হিসাবে ১,১১,১১১ কেজি লাড্ডু পাঠা দেওরাহ হংস বাবা  ট্রাস্টে। 

    আরও পড়ুন:




  • রামনবমীর দুপুরে ঠিক বেলা ১২ টায় রামের কপালে তিলক আঁকবে সূর্য ! এভাবে সম্ভব করলেন বিজ্ঞানীরা