কলকাতা : অযোধ্যার ( Ayodhya ) রাজা দশরথ । তাঁর তিন রানির মধ্যে বড় কৌশল্যা । তাঁদেরই সন্তান রাম। রামচন্দ্র শুধুমাত্র পুরাণ বা মহাকাব্যে বর্ণিত একটি চরিত্র নয়, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে রাম ঈশ্বর, পরম পুজ্য। রাম ভারতীয়দের মনে বাস করেন। এই বিশ্বাস ও ভরসার ছবি দেখা গিয়েছে ২০২৪ সালের ২২ জানুয়ারি। অযোধ্যায় খুলে গিয়েছে রাম মন্দিরের দরজা। দশরথের  জ্যেষ্ঠ পুত্র রামের জন্মগ্রহণের দিনটিই রাম নবমী হিসেবে পালিত হয় । মনে করা হয়, রাম বিষ্ণুর সপ্তম অবতার। তিনি  ত্রেতা যুগে জন্ম নেন। শুক্লপক্ষের নবম দিনে পড়ে রাম নবমী। এবার রাম নবমী পড়েছে বাংলা মাস বৈশাখে। 


রামনবমীর শুভ ক্ষণ


হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এ বছর  রাম নবমী তিথি শুরু হবে ১৬ এপ্রিল। অর্থাৎ পয়লা বৈশাখের ঠিক পরে। দিনটি মঙ্গলবার। পঞ্জিকা অনুসারে দুপুর ১ টা ২৩ মিনিট থেকে তিথি শুরু হবে। রামনবমী ( Ram Navami 2024 ) তিথি চলবে পরের দিন পর্যন্ত। ১৭ এপ্রিল বুধবার দুপুর ৩ টা ১৪ মিনিট পর্যন্ত তিথি স্থায়ী হবে। যে কোনও ব্রতই পালন করা হয় উদয়তিথি মেনে। অনেকে মনে করছেন ১৭ এপ্রিল বুধবার যেহেতু নবমীর  সূর্যোদয় পাওয়া যাচ্ছে, তাই এদিনই রাম নবমী পালন করা হবে। এদিন দু ঘণ্টা সময় অত্যন্ত শুভ। সকাল ১১ টা ০৩ মিনিট থেকে শুরু হবে এবং দুপুর ০১ টা ৩৮ মিনিট পর্যন্ত সময়ে পুজো দিতে পারলে ভাল। তার আগের দিনই অন্নপূর্ণা পুজো। বাসন্তীপুজো অষ্টমী তিথিতেই হয় অন্নপূর্ণা পুজো। মঙ্গলবার ১৬ এপ্রিল অন্নপূর্ণা পুজো হবে । তারপর দিনই রামনবমী। এদিনই দেশ জুড়ে ভগবান রামের পুজো অনুষ্ঠিত হবে। 


হনুমান জয়ন্তী


রাম নবমীর পর হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব হনুমান জয়ন্তী (Hanuman Jayanti 2024)।  পূর্ণিমাতে পালিত হয় এই উৎসব। হিন্দু মতে, এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন পবন পুত্র হনুমান। তাঁর জন্মতিথি পালন করার জন্য পালিত হয় হনুমান জয়ন্তী (Hanuman Janmotsav 2024 Date)। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে, অসীম শক্তিশালী হনুমানের জন্মদিন পালিত হয়। তবে বাংলা ক্যালেন্ডার অনুসারে এবার হনুমান জয়ন্তী পড়ছে বৈশাখেই। এই বছর ২৩ এপ্রিল মঙ্গলবার হনুমানে জন্মবার্ষিকী পালিত হবে।  


ডিসক্লেমার :  এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন। 


আরও পড়ুন :


আজ শীতলা অষ্টমী, কতক্ষণ পুজো দেওয়া যাবে? কেন বাসি খাবারই খেতে হন আজ? জানুন ব্রতকথা