সঞ্চয়ন মিত্র, কলকাতা : রামকৃষ্ণলোকে পাড়ি দিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ। রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ ছিলেন তিনি।  দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভোগার পর অতি সম্প্রতি দেহ রাখেন তিনি। অধ্যক্ষ মহারাজের মহাপ্রয়াণের পর রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ।


স্বামী গৌতমানন্দ এতদিন রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্টের ( Vice President of Ramakrishna Math and Ramakrishna Mission, Belur Math) দায়িত্ব সামলেছেন।  তিনি দীর্ঘদিন চেন্নাই মঠের অধ্যক্ষ ছিলেন তিনি । ষোড়শ অধ্যক্ষ স্বামী স্মরণানন্দের জীবনাবসানের পর, অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ (  interim president of Ramakrishna Math and Ramakrishna Mission Swami Gautamananda) হিসেবে তাঁকে নির্বাচিত করা হয়েছে। আপাতত অধ্যক্ষের সব দায়িত্বই সামলাবেন গৌতমানন্দ মহারাজ। 

শুক্রবার রামকৃষ্ণ মঠ ও মিশনের অছি পরিষদের বৈঠকে প্রবীনতম অছি হিসাবে স্বামী গৌতমানন্দের নাম চূড়ান্ত হয়। সপ্তদশ অধ্যক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি ওই দায়িত্ব সামলাবেন। 


স্বামী গৌতমানন্দ ভক্তমহলে প্রণম্য।  সুবক্তা, বাগ্মী হিসেবে তাঁর জনপ্রিয়তাও রয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাবাদর্শে চলা মানুষের মধ্যে। চেন্নাই মঠের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি। 


https://imedia.chennaimath.org/blogs/tag/lectures-swami-gautamananda/ - এই লিঙ্কে ক্লিক করে স্বামী গৌতমানন্দ মহারাজের বক্তৃতা শুনতে পারেন।