নয়া দিল্লি: মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয়। একে শ্রী পঞ্চমী ও মাঘ পঞ্চমীও বলা হয়। এই উৎসবটি জ্ঞান, শিল্প ও সঙ্গীতের দেবী মা সরস্বতীকে (Maa Saraswati) উৎসর্গ করা হয়।   


এই দিনে সাহিত্য, শিক্ষা, শিল্প ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা মা সরস্বতীর পুজো ও আশীর্বাদ গ্রহণ করেন। এই দিন থেকে বিদ্যারম্ভ সংস্কার শুরু করা খুবই শুভ। জেনে নিন কেন পালিত হয় বসন্ত পঞ্চমী, কী সম্পর্ক মা সরস্বতীর সঙ্গে এই দিনটির।


পুরাণ মতে, দেবী সরস্বতীর সঙ্গে প্রজনন এবং উর্বরতা অর্থাৎ বন্ধ্যাত্ব মোচনের সম্পর্ক রয়েছে। ঋষি গৃৎসমদ ঋক্‌মন্ত্র উচ্চারণ করে বলেছেন, ‘অম্বিতমে নদীতমে দেবিতমে সরস্বতি।’যেখানে সরস্বতীকে মাতৃশ্রেষ্ঠা, শ্রেষ্ঠ নদী এবং শ্রেষ্ঠ দেবীরূপে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও ব্যুৎপত্তিগত অর্থে সরস্বতী নদী, সরস্‌ জল) + মতুপ্‌ + ঙীপ্‌ (অর্থাৎ স্ত্রীলিঙ্গবাচক ‘ঈ’ =সরস্বতী। নদীদের মধ্যে তিনি শুদ্ধা, ‘নদীনাং শুচির্যতী’, আসমুদ্র তার ধারপথ, ধারপথ, ‘গিরিভ্য আসমুদ্রাৎ’।


পুরাণ ঘাঁটলে দেবী সরস্বতীকে নিয়ে অনেক ধোঁয়াশার সৃষ্টি হয় । কারণ, অথর্ববেদ অনুসারে, তিন–তিনটে নদীর নাম সরস্বতী। আর ঋক্‌মন্ত্র অনুসারে, সরস্বতীর সাতটি বোন, ‘সপ্তস্বসা’। এই সাতটি নদীর মধ্যে সিন্ধু, সরযূও রয়েছে। কিন্তু গঙ্গা নেই। অপর দিকে,  ব্রহ্মবৈবর্ত‌পুরাণ বলছে, বাগ্‌দেবী আসলে ব্রহ্মার কন্যা। নারায়ণের পত্নী। পদ্মপূরাণে তিনি দক্ষকন্যা, কাশ্যপ মুনির স্ত্রী।                                                               


আরও পড়ুন, আজও রহস্যে ঘেরা তুঙ্গনাথ, কেন এই শিবালয় এত গুরুত্বপূর্ণ?


সরস্বতী পূজোর উপকরণ কি কি প্রয়োজন?  


সরস্বতী পুজো করতে বিশেষ কয়েকটি সামগ্রীর উপকরণ প্রয়োজন হয়। এর মধ্যে বিশেষ কিছু উপকরণ নাম হল- অভ্র-আবির, আমের মুকুল, যবের শিষ, বাংল বা সংস্কৃত গ্রন্থ, শ্লেট-পেন্সিল, দোয়াত-কলম, গাঁদা ও পলাশ ফুল, ফল-মূল, অন্যান্য ফুল ও বেলপাতা এবং তুলসী পাতা। তবে পলাশ ফুল দেবীর পুজোর জন্য অত্যন্ত জরুরি। এছাড়াও সরস্বতী পুজোর দিন বিদ্যার দেবীকে ছোট বাচ্চা তাদের শ্লেট ও বই, আর বড়রা তাদের বইখাতা অর্পণ করে মায়ের আশীর্বাদ লাভ করার জন্য।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে