কলকাতা : এই বছর শ্রাবণ চলবে ২২ জুলাই থেকে ১৯ অগাস্ট পর্যন্ত। শ্রাবণের ২৯ দিনে, শিবপুজোর জন্য ৫টি সোমবার থাকবে। শ্রাবণে ভোলানাথের আশীর্বাদ পেতে চাইলে কিছু নিয়ম মাথায় রাখুন। ধর্মীয় বিশ্বাস অনুসারে, শ্রাবণ মাসে কোনও ব্যক্তির শরীরে তেল মাখা উচিত নয়। এটা করলে স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়ে। বলা হয় যে, এতে দোষ লাগে।


গ্রহের বাধা দূর করতে শ্রাবণের সোমবারে শিবলিঙ্গকে সর্ষের তেল দিয়ে অভিষেক করতে হবে। এই সময় ভগবান শিবের 'প্রলয়ঙ্কর' রূপের উপর ধ্যান করা হয়। এ জন্য অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।


এই মাসে পেঁয়াজ, রসুন বা মাংস খাওয়া উচিত নয়। কারণ এগুলি এমন জিনিস যা একজন ব্যক্তির মনকে বিক্ষিপ্ত করে। এমন পরিস্থিতিতে ভক্ত উপাসনায় মনোনিবেশ করতে সক্ষম হয় না। শ্রাবণ মাসে ব্রহ্মচর্য পালন করুন। এই মাসে স্বামী-স্ত্রীর শারীরিক সম্পর্ক স্থাপন করা উচিত নয়। তাতে পুজোর ফল পাওয়া যায় না। বিছানা ছেড়ে মাটিতে শোওয়ার চেষ্টা করুন। এই সময়ে বিবাহ, মুণ্ডন করা উচিত নয়।


দেবতাদেরও দেবতা মহাদেবের প্রিয় মাস শ্রাবণ। বাংলা ক্যালেন্ডারের চতুর্থ মাস এটি। এই পুরো মাসজুড়ে যাঁরা ভোলেনাথের অভিষেক, পুজো, মন্ত্র, জপ করেন তাঁদের জীবনে কোনও কষ্ট থাকে না। শ্রাবণ মাসে সোমবারের ব্রতর বিশেষ গুরুত্ব রয়েছে। যাঁরা শিবভক্ত তাঁরা শ্রাবণ মাসের জন্য অধীর অপেক্ষায় থাকেন। এই বছরে কবে থেকে পড়ছে শ্রাবণ মাস ? চলুন জেনে নেওয়া যাক, এবার ক'টা শ্রাবণ সোমবার পড়ছে। কী গুরুত্ব রয়েছে এই মাসের ?


আগামী ২২ জুলাই শ্রাবণ মাসের শুরু হচ্ছে। শেষ হবে ১৯ অগাস্ট। এবছর শ্রাবণ সোমবার পড়েছে ৫টি। প্রথম সোমবার পড়েছে ২২ জুলাই, দ্বিতীয় সোমবার ২৯ জুলাই, তৃতীয় সোমবার ৫ অগাস্ট, চতুর্থ সোমবার পড়ছে ১২ অগাস্ট ও ১৯ অগাস্ট পঞ্চম সোমবার পড়ছে। এই মাসে শ্রাবণ নক্ষত্রের পূর্ণিমা রয়েছে। এ কারণেও মাসটিকে শ্রাবণ বলা হয়। শ্রাবণ শুরুর সঙ্গে সঙ্গে সমস্ত শিব মন্দিরে ভগবান শিবের স্তব ধ্বনিত হতে থাকে। শিবপুরাণ বলে যে এটি শ্রবণের মাস, তাই এর নাম শ্রাবণ। এ মাসে ধর্মীয় গল্প ও উপদেশ শোনার রীতি রয়েছে। শ্রাবণ মাস ভগবান শিবের কাছে প্রিয় হওয়ার দু'টি বিশেষ কারণ রয়েছে। প্রথমত, এই মাস থেকেই দেবী পার্বতী ভগবান শিবকে স্বামীরূপে পাওয়ার জন্য তপস্যা শুরু করেন। দ্বিতীয়ত, দেবী সতীর প্রস্থানের পর, ভগবান শিব আবার তাঁর ক্ষমতা অর্থাৎ দেবী পার্বতীকে তাঁর স্ত্রী হিসাবে ফিরে পান।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।