শ্রাবণ মাস, ২০২৪: সকল শিব ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য। ভগবান শিবকে উৎসর্গ করা এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করা হয়ে থাকে। অনেক ভক্তরাই তাঁকে উৎসর্গ করে সোমবার উপোস করে থাকেন।
শ্রাবণ মাসে রুদ্রাভিষেক করার অনেক গুরুত্ব রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে ভগবান শিব তার ভক্তদের ডাক সবচেয়ে দ্রুত শোনেন। এবার শুধু একটি নয়, অনেকগুলো শুভ যোগ তৈরি হচ্ছে শ্রাবণ মাসে। গ্রহ-নক্ষত্রের অবস্থান এমনই এক বিস্ময়কর কাকতালীয় ঘটনা তৈরি করছে, যা ঘটছে বহু বছর পর।
বৈদিক ক্যালেন্ডার অনুসারে, শ্রাবণ মাস ২২ জুলাই থেকে শুরু হচ্ছে এবং ১৯ অগস্ট শেষ হচ্ছে। এই সময়ে ৫টি শ্রাবণ সোমবার থাকবে। কয়েক দশক পর এমন একটি শুভ উপলক্ষ এসেছে যখন শ্রাবণ মাসের শুরু ও শেষ হচ্ছে সোমবারেই।
প্রথম শ্রাবণ সোমবার - ২২ জুলাই
দ্বিতীয় শ্রাবণ সোমবার - ২৯ জুলাই
তৃতীয় শ্রাবণ সোমবার - ৫ আগস্ট
চতুর্থ শ্রাবণ সোমবার - ১২ আগস্ট
পঞ্চম শ্রাবণ সোমবার - ১৯ আগস্ট
এ বছর শ্রাবণ মাসে অনেক বিস্ময়কর শুভ যোগ তৈরি হচ্ছে। এছাড়াও, অনেক শুভ যোগে শ্রাবণের শুরু হচ্ছে। ২২ জুলাই, শ্রাবণ মাসের প্রথম দিনে, প্রীতি যোগ, আয়ুষ্মান যোগের সঙ্গে সিদ্ধি যোগের একটি চমৎকার সমন্বয় গঠিত হচ্ছে। এই দিনে সোমবার পড়লে এটিও শুভ বলে মনে করা হয়। এমন অবস্থায় শিব ও মাতা পার্বতীর পুজো করুন এবং অভিষেক করুন, এতে সমস্ত ঝামেলা দূর হবে। এছাড়াও জীবনে সুখ থাকবে।
প্রীতি যোগ: শ্রাবণের প্রথম দিন, ২২ জুলাই, প্রীতি যোগ সারা দিন ধরে চলবে এবং রাত ৮.৫০ টায় শেষ হবে।
সিদ্ধি যোগ: শ্রাবণ মাস শুরু হবে সিদ্ধি যোগে। ২২ জুলাই দিনভর সিদ্ধি যোগ থাকবে। সিদ্ধি যোগে করা পূজা অবশ্যই সফল হয়।
আয়ুষ্মান যোগ: আয়ুষ্মান যোগ ২২ জুলাই রাত ৮:৫০ থেকে শুরু হবে এবং পরের দিন ২৩ জুলাই পর্যন্ত চলবে।
আরও পড়ুন, রাশিতে ধনলক্ষ্মী যোগ, ৪ রাশির ঘরে অর্থের আগমন, সব কাজেই আসবে সাফল্য
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে