Sawan 2023:  হিন্দু পঞ্জিকা অনুসারে এই বছর শ্রাবণ (Sawan month) শুরু হয়েছে ৪ জুলাই এবং চলবে ৩১ অগাস্ট পর্যন্ত। শ্রাবণ মানেই মহাদেবের (Shiva) মাস। হিন্দু পঞ্জিকা অনুসারে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে প্রদোষ ব্রত (Sawan Pradosh Vrat) পালন করা হয়ে থাকে। এই দিনটিকে বলে শ্রাবণ শিবরাত্রি। বাংলা ক্যালেন্ডারে তিথির সঙ্গে না মিললেও দেশব্যাপী শ্রাবণের এই তিথিতে পালিত হয় শ্রাবণ বা শবন শিবরাত্রি। বাঙালি, অবাঙালি নির্বিশেষ এই পুজো করে থাকেন। 


যেহেতু শনিবার ত্রয়োদশী তিথি, তাই  এদিনই প্রদোষ ব্রত করা হয়ে থাকে। যদি কোনও ব্যক্তির শনি দোষ থাকে তবে এই দিনে কিছু রীতি মেনে চললে আপনি এর থেকে মুক্তি পেতে পারেন। আসুন জেনে নিই  প্রদোষ ব্রতে শনির প্রতিকার এবং পুজোর শুভ সময়।


শবনের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে প্রদোষ ব্রত পালন করা হয়। এবার ত্রয়োদশী তিথি ১৫ জুলাই। সেজন্য প্রদোষ ব্রত শুধুমাত্র ১৫ জুলাই হবে। এবার প্রদোষ ব্রতের দিন একটি অত্যন্ত শুভ যোগ তৈরি হচ্ছে। এবার প্রদোষ ব্রতের সাথে শ্রাবণ বা শবন শিবরাত্রির যোগসূত্র রয়েছে, সেই সঙ্গে এই দিনটি শনিবার হওয়ায় এটি শনি প্রদোষ ব্রত নামেও উল্লেখ করা হচ্ছে। 


 

শনি প্রদোষ তিথি এবং শুভ সময়

শবন বা শ্রাবণের প্রতি সোমবার মহাদেবের পুজোর ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ, একইভাবে প্রদোষ ব্রতও বেশ গুরুত্বপূর্ণ। প্রদোষ ব্রতের দিন সকাল থেকে বৃদ্ধি যোগও তৈরি হচ্ছে। শুক্রবার, ১৪ জুলাই ত্রয়োদশী তিথি সন্ধ্যা ৭.১৮ মিনিট থেকে শুরু হবে এবং শনিবার ত্রয়োদশী তিথি থাকবে রাত ৮.৩৩ পর্যন্ত। এছাড়াও, এই দিনে চাঁদ বৃষ রাশিতে উত্থিত হবে এবং মৃগাশিরা নক্ষত্রের শুভ প্রভাব থাকবে। এমতাবস্থায়  ১৫ জুলাই এই উপবাস রাখা ঠিক হবে বলে মনে করছেন অনেকে। 

 


প্রদোষ ব্রতের দিন এই প্রতিকারগুলি করুন:

শবন প্রদোষ ব্রতের দিন চন্দন, সিদ্ধি, ধুতুরা এবং বেলপত্র দিয়ে শিবের অভিষেক করুন। কথিত আছে যে এটি করলে ভগবান শিব তাঁর ভক্তকে বিশেষ আশীর্বাদ করেন এবং তাঁর ইচ্ছে পূরণ করেন। প্রদোষ উপবাসের দিন ভগবান শিবকে মধু দিয়ে অভিষেক করুন, এটি করলে জীবনে আসা অনেক সমস্যা থেকে মুক্তি মিলতে পারে বলে বিশ্বাস। শনি প্রদোষের দিন একটি পাত্রে সরিষার তেল নিয়ে তাতে আপনার ছায়া দেখে শনি মন্দিরে দান করুন। এর মধ্যে একটি ১ টাকার কয়েনও রাখুন।

শবন প্রদোষ ব্রতের দিন সকালে ঘুম থেকে উঠে ভগবান শিবের জলাভিষেক এবং প্রদোষ সময়ে রুদ্রাভিষেক করুন। এই সময়, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে থাকুন। শনি প্রদোষ উপবাসের দিন মহাদেবের পুজো করা উপকারী বলে মনে করা হয়। এর পাশাপাশি এই দিনে শনি স্তোত্র পাঠ করাও বেশ ভাল। এটি করলে শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস। 







শনি প্রদোষের দিন রুটি বানিয়ে তাতে সরিষার তেল ও কিছু গুড় দিয়ে কালো কুকুরকে খাওয়ালে মানুষের ভাগ্য উজ্জ্বল হয়।